রাঁচি, 8 অক্টোবর:বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ৷ বিজেপি ক্ষমতায় আসলে জাতীয় নাগরিক পঞ্জি লাগু করে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশের বাইরে করবেন ৷ ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে আক্রমণ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷
তাঁর দাবি, ঝাড়খণ্ডে মাটি, বেটি এবং রোটি কোনটাই সুরক্ষিত নেই ৷ বাংলাদেশি অনুপ্রবেশের জন্য রাজ্যের এই অবস্থা ৷ নির্বাচনে জেতা বিজেপির একমাত্র লক্ষ্য নয় ৷ রাজ্যের নাগরিকদের সুরক্ষা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য ৷ ঝাড়খণ্ডে নির্বাচনী দায়িত্বে রয়েছেন শিবরাজ ৷ তাঁর অভিযোগ, "বাংলাদেশিরা বেআইনিভাবে দেশে প্রবেশ করে ঝাড়খণ্ডের মেয়েদের বিয়ে করছেন ৷ তাঁদের ভুয়ো আধার ও ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে হেমন্ত সোরেনের সরকার ৷ পরিস্থিতি বেশ ভয়ঙ্কর ৷"
এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড ও রাজ্যের বাসিন্দাদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি সরকার বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর কথায়, "খুব শীঘ্রই একটি নাগরিক পঞ্জি খসড়া প্রস্তুত করা হবে ৷ সেই খসড়া অনুযায়ী এখানে জাতীয় নাগরিক পঞ্জি লাগু করা হবে ৷ অনুপ্রবেশকারীদের বেছে বেছে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে ৷" খুব শীঘ্রই দ্বিতীয় দফার ইস্তাহার প্রকাশ করবে বিজেপি ৷