পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নীতীশ-লালু-রামবিলাসের রাজনৈতিক গুরু, 'জননায়ক' কাপুরি ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন

Posthumous Bharat Ratna: মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপুরি ঠাকুরকে ৷ তিনি আজীবন দলিত, দুঃস্থ, প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য কাজ করেছেন ৷ নীতীশ কুমার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷

ETV Bharat
জননায়ক কাপুরি ঠাকুর

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:19 PM IST

Updated : Jan 24, 2024, 6:37 AM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: মরণোত্তর 'ভারত রত্ন' সম্মান দেওয়া হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপুরি ঠাকুরকে ৷ মঙ্গলবার রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ এই সম্মান দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "মহান জননায়ক কাপুরি ঠাকুরজিকে ভারত রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ এই খবরে আমি আপ্লুত ৷ আর এমন একটা সময়ে তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে, যখন তাঁর 100 বছর পূর্ণ হবে ৷" বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অনেক দিন ধরেই এই দাবি উঠেছিল ৷ আজ তা পূরণ হল ৷ এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ৷"

1924 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের বিহারের সমস্তিপুরে 'নাই' অর্থাৎ পিছিয়ে পড়া নাপিত শ্রেণির পরিবারে জন্মগ্রহণ করেন কাপুরি ঠাকুর ৷ চরম দারিদ্রতার মধ্যে দিয়েই তাঁর শৈশব কেটেছে ৷ তবে পরবর্তীকালে তিনি আমজনতার নেতা হয়ে ওঠেন ৷

কাপুরি ঠাকুর 1970 সালের 22 ডিসেম্বর থেকে 1971 সালের 2 জুন পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন ৷ স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি বহু মাস কারাবাসে কাটিয়েছেন৷ কাপুরি ঠাকুর সারা জীবন ধরে পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজ করে গিয়েছেন ৷ সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের উন্নতির জন্য জীবন উৎসর্গ করেছেন ৷ তাই তিনি জননায়ক নামে পরিচিত ৷

1952 সালে সোশালিস্ট পার্টির হয়ে বিহারের তাজপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কাপুরি ঠাকুর ৷ সেবার তিনি ভোটে জয়ী হন ৷ বিহারের শিক্ষামন্ত্রীও হয়েছিলেন এই জননায়ক ৷ এমনকী বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি ৷ ঠাকুরই প্রথম বিহারের অ-কংগ্রেসি মুখ্যমন্ত্রী ৷

চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ কাপুরি ঠাকুরের রাজনৈতিক জীবনকে তিনটি ধাপের মধ্যে দিয়ে গিয়েছে ৷ তিনি বিভিন্ন জাতির সমর্থন পেয়েছিলেন ৷ দ্বিতীয় ধাপে, তিনি নিজেকে ওবিসি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন ৷ তবে তৃতীয় ধাপে তিনি ওবিসিদের মধ্যে একটি অংশের সমর্থন হারিয়েছিলেন ৷ কারণ তিনি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং দুঃস্থদের কাছে পৌঁছতে চেয়েছিলেন ৷ তাদের পাশে পেতে গিয়ে তাঁকে ওবিসির একাংশের সমর্থন হারাতে হয় ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বিহারের তাবড় নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের রাজনৈতিক গুরু ছিলেন কাপুরি ঠাকুর ৷

আরও পড়ুন:

  1. বিহারে কি অব্যাহত থাকবে নীতীশ ম্যাজিক, নাকি ভালো ফল করবে বিজেপি!
  2. জেডিইউ-এর সভাপতি পদে বসলেন নীতীশ কুমার
  3. জ্যোতি বসুর পঞ্চায়েতি রাজ ও পৌর আইনের প্রশংসা নীতীশের, ভিডিয়ো বার্তা তেজস্বীরও
Last Updated : Jan 24, 2024, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details