আপুলিয়া, 15 জুন: প্রধানমন্ত্রী মোদি এমন হাসি শেষ কবে হেসেছেন ? ঠিক যেমনটি তিনি ইতালিতে গিয়ে হাসলেন ৷ বা বলা ভালো ইতালিয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে হাসলেন ৷ জি-7 সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি গিয়েছেন ৷ কূটনীতির কচকচে আলোচনার মাঝে দুই দেশের রাষ্ট্রনায়ক একে অপরের দ্বিপাক্ষিক সম্পর্ক ফের ঝালিয়ে নিলেন ৷ ফের সেলফি ৷ ফের মেলোনি + মোদি = মেলোডি ৷
প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী মেলোনি এখন 'টিম মেলোডি' ৷ নেট দুনিয়ায় এখন সব ছাপিয়ে #Melodi ৷ তবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তোলার মিষ্টি ভিডিয়োটি পোস্ট করেছেন জর্জিয়া মেলোনি নিজে ৷ তিনি ওই সেলফিতে সবাইকে বলছেন, "হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম" ৷ আর দেশের প্রধানমন্ত্রীও প্রাণ খুলে হাসছেন ৷ মেলোনির পাশে তাঁর হাসি আরও চওড়া হয়েছে ৷ তিনি এমনকী হাতও নাড়ছেন ৷ এই ভিডিয়ো আবার মোদি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ এই ভিডিয়ো কি ভারত ও ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত ?