পশ্চিমবঙ্গ

west bengal

মঙ্গলে কৃষকদের প্রতিবাদ মিছিল, আজ থেকে হরিয়ানার 7টি জেলায় বন্ধ ইন্টারনেট সংযোগ

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 10:06 AM IST

Updated : Feb 11, 2024, 2:01 PM IST

Farmers Protest: 'দিল্লি চলো' প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ আগামী 13 ফেব্রুয়ারি দিল্লি পৌঁছবে 200টিরও বেশি কৃষক সংগঠন ৷ তার আগে কড়া পদক্ষেপ করল হরিয়ানা সরকার ৷

ETV Bharat
দিল্লি চলো মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠন

চণ্ডীগড়, 11 ফেব্রুয়ারি: ফের রাজধানীতে কৃষকদের মিছিল ৷ আর তার জেরে হরিয়ানায় 7টি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য সরকার ৷ হরিয়ানা সরকারের নির্দেশিকা অনুযায়ী, 11 ফেব্রুয়ারি রবিবার ভোর 6টা থেকে 13 ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত 11টা পর্যন্ত ওই সাতটি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে ৷ এই সাতটি জেলা অম্বালা, কুরুক্ষেত্র, কাটিহাল, জিন্দ, হিসার, ফতেহবাদ এবং সিরসা ৷

2021 সালের মতো পঞ্জাবের কৃষকরা ফের নতুন করে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও আগেভাগে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় ৷ এর পরিপ্রেক্ষিতেই 13 ফেব্রুয়ারি 'দিল্লি চলো' মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ আর তার আগের দিন 12 ফেব্রুয়ারি কৃষকদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ইউনাইটেড কিষাণ মোর্চা (অ-রাজনৈতিক) এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটিকে এই বৈঠকে ডাকা হয়েছে ৷

কৃষকদের আন্দোলনে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে ৷ কারণ এই মিছিলের আগে দিল্লি-হরিয়ানার সীমানা বন্ধ করার বন্দোবস্ত করছে হরিয়ানা সরকার ৷ সেখানে ব্যারিকেড লাগানো হচ্ছে ৷ এই প্রসঙ্গে কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল একটি ভিডিয়ো বার্তায় সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, "একদিকে সরকার আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছে ৷ অন্যদিকে তারা হরিয়ানায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে ৷ সীমানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 144 ধারা জারি করা হয়েছে ৷ ইন্টারনেট সংযোগ বন্ধ ৷ সরকারের কি ইন্টারনেট সংযোগ বন্ধ করার অধিকার আছে ? এই অবস্থায় আলোচনা হতে পারে না ৷"

13 মার্চ, মঙ্গলবার দিল্লিতে কৃষকদের 'দিল্লি চলো' মিছিল রয়েছে ৷ এতে অংশ নেবে 200টিরও বেশি কৃষক সংগঠন ৷ তার আগে হরিয়ানাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ নিত্যযাত্রীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ আরেকটি নির্দেশিকায় জানানো হয়েছে, হরিয়ানা থেকে পঞ্জাব পর্যন্ত রাস্তায় ট্রাফিকের গোলযোগ হতে পারে ৷ পুলিশ প্রশাসন এখন থেকেই ব্যারিকেড, কংক্রিটের ব্লক, কাঁটাতারের বন্দোবস্ত করে রেখেছে ৷ হরিয়ানা পুলিশ 50 কোম্পানি কেন্দ্রীয় আধাসামিরক বাহিনী মোতায়েন করেছে ৷ দিল্লি-গাজিপুর সীমানায় ব্যারিকেড লাগিয়েছে পুলিশ ৷ মিছিল আটকানোর প্রস্তুতি হিসেবে শনিবারই টিয়ার গ্যাস চালানোর অনুশীলন করেছে পুলিশ ৷ উত্তর দিল্লির যমুনা খদর এলাকায় এই অনুশীলন চলে ৷ পুলিশের এই কর্মকাণ্ডে এলাকাবাসী সমস্যায় পড়ে ৷

এই মিছিল প্রসঙ্গে পঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সরবন সিং পানধের বলেন, "কৃষক সংগঠনের দাবিদাওয়া নিয়ে 12 ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠক চণ্ডীগড়ে হবে ৷"

আরও পড়ুন:

  1. কৃষক আন্দোলন স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা পঞ্জাবের আপ সরকারের
  2. 378 দিনের অবস্থান শেষ, দিল্লি সীমানা থেকে ঘরের পথে কৃষকরা
  3. কৃষক নেতাদের ফোন শাহের, দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি
Last Updated : Feb 11, 2024, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details