চণ্ডীগড়, 11 ফেব্রুয়ারি: ফের রাজধানীতে কৃষকদের মিছিল ৷ আর তার জেরে হরিয়ানায় 7টি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য সরকার ৷ হরিয়ানা সরকারের নির্দেশিকা অনুযায়ী, 11 ফেব্রুয়ারি রবিবার ভোর 6টা থেকে 13 ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত 11টা পর্যন্ত ওই সাতটি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে ৷ এই সাতটি জেলা অম্বালা, কুরুক্ষেত্র, কাটিহাল, জিন্দ, হিসার, ফতেহবাদ এবং সিরসা ৷
2021 সালের মতো পঞ্জাবের কৃষকরা ফের নতুন করে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও আগেভাগে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় ৷ এর পরিপ্রেক্ষিতেই 13 ফেব্রুয়ারি 'দিল্লি চলো' মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ আর তার আগের দিন 12 ফেব্রুয়ারি কৃষকদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ইউনাইটেড কিষাণ মোর্চা (অ-রাজনৈতিক) এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটিকে এই বৈঠকে ডাকা হয়েছে ৷
কৃষকদের আন্দোলনে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে ৷ কারণ এই মিছিলের আগে দিল্লি-হরিয়ানার সীমানা বন্ধ করার বন্দোবস্ত করছে হরিয়ানা সরকার ৷ সেখানে ব্যারিকেড লাগানো হচ্ছে ৷ এই প্রসঙ্গে কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল একটি ভিডিয়ো বার্তায় সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, "একদিকে সরকার আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছে ৷ অন্যদিকে তারা হরিয়ানায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে ৷ সীমানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 144 ধারা জারি করা হয়েছে ৷ ইন্টারনেট সংযোগ বন্ধ ৷ সরকারের কি ইন্টারনেট সংযোগ বন্ধ করার অধিকার আছে ? এই অবস্থায় আলোচনা হতে পারে না ৷"