হাজারিবাগ, 31 মার্চ: অন্তরঙ্গ ছবি এবং ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড়কে খুনের অভিযোগ প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে ৷ ছাদোয়া বাঁধ থেকে উদ্ধার হয়েছে প্রশান্ত কুমার সিনহার পচাগলা দেহ ৷ পুলিশ জানিয়েছে, প্রাক্তন বান্ধবী কাজল তাঁর নতুন প্রেমিক রৌনক কুমারের সহায়তায় প্রশান্তকে খুন করেছে । অভিযুক্ত কাজল হাজারিবাগের নতুন এলাকার বাসিন্দা । দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ । প্রশান্ত জামশেদপুরের বিরসা নগর থানার অন্তর্গত 265 বিরসানগরের বাসিন্দা ছিলেন ।
জানা গিয়েছে, প্রশান্ত কুমার সিনহা চলতি বছরের 11 মার্চ থেকে নিখোঁজ ছিলেন । পরিবারের সদস্যরা বিরসা নগর জামশেদপুর থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন । মামলা নথিভুক্ত করার পর বিরসা নগর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে । বিরসানগর থানার পুলিশ হাজারিবাগ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং জামশেদপুর পুলিশের একটি দল হাজারিবাগে পৌঁছয় । যৌথভাবে এই মামলার তদন্ত নামে পুলিশ ৷ এরপর তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রশান্তের প্রাক্তন বান্ধবী কাজল সিনহাকে আটক করে পুলিশের দল ।
কাজলকে পুলিশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করে নেন । তাঁর তথ্যের ভিত্তিতে পেলাওয়াল ওপির অধীনে ছাদোয়া বাঁধের উত্তর সেতুর নীচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে বন্দি একটি পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ । এরপর ই কাজে সঙ্গে দেওয়ার জন্য প্যাগোডা চকের বাসিন্দা কাজলের প্রেমিক রৌনক কুমারকেও গ্রেফতার করে পুলিশ ।