পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের বিমানে বোমাতঙ্ক ! আমেদাবাদে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

বিমানে বোমা আছে, এই হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করালেন এক বিমানচালক ৷ যদিও পরে দেখা যায়, ওই হুমকি ভুয়ো ৷

By PTI

Published : 4 hours ago

Updated : 4 hours ago

Bomb Threat to Flights
ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক (প্রতীকী ছবি)

আমেদাবাদ, 16 অক্টোবর:ফের বিমানে বোমাতঙ্ক ! মুম্বই থেকে রওনা দিয়েছিল দিল্লিগামী ইন্ডিগো বিমান ৷ বিমানে বোমা আছে, এমন খবর পেয়ে তড়িঘড়ি আমেদাবাদে অবতরণ করে ৷ পরে অবশ্য তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷

বিমান সংস্থার সূত্রে খবর, বিমানটিকে সঙ্গে সঙ্গে একটি ফাঁকা জায়গায় নামানো হয় ৷ যাত্রীদের বিমান থেকে নামিয়ে পুরো বিমানে তল্লাশি চালানো হয় ৷ কোথাও সন্দেহজনক কিছু না-পাওয়ায় সকালেই বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ৷

এর আগে সোমবার, 14 অক্টোবর মুম্বই থেকে তিনটি আন্তর্জাতিক বিমানে বোমা আছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় ৷ স্বাভাবিকভাবে এই ঘটনায় তিনটি বিমানেরই পরিষেবা ব্যাহত হয় ৷ নিরাপত্তার খাতিরে প্রতিটি বিমানে তল্লাশি চালিয়ে ফের বিমানগুলি যাত্রা শুরু করে ৷ তাই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় ৷ জানা গিয়েছে, সোম থেকে মঙ্গল- এই দু'দিনে 10টি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

দিল্লিগামী ইন্ডিগো বিমানটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ৷ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বই থেকে বিমানটি যাত্রা শুরু করে ৷ এরপর এক্স হ্যান্ডেলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দাবি করেন, বিমানে বোমা রাখা আছে ৷ এদিকে ওই বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী-সহ 200 জন ছিলেন ৷

মুম্বই এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল-এর তরফে সতর্ক করা হয় ৷ এরপরই ইন্ডিগো বিমানের চালক কাছাকাছি আমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ৷ বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, "200 জন যাত্রী ও বিমানকর্মী নিয়ে বিমানটি মধ্যরাতে অবতরণ করে ৷ নিরাপত্তা সংস্থাগুলি সারারাত ধরে বিমানে তল্লাশি চালায় ৷ যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ এরপর নিরাপত্তা আধিকারিকরা সবুজ সংকেত দিলে এদিন সকাল 8টা নাগাদ বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ৷"

ইন্ডিগো সংস্থার তরফে একটি বিবৃতিতে ঘটনাটি জানিয়ে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ ৷ সংস্থা জানিয়েছে, "বিমানটিকে একেবারে খালি করে সব যাত্রীদের নিরাপদে নামানো হয় ৷ আমাদের যাত্রী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল ৷ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করি ৷ সেখানে এসওপি অনুসরণ করা হয় ৷ এই পরিস্থিতিতে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় আমরা অনুতপ্ত ৷"

বুধবার ইন্ডিগোর বিমান ছাড়া আকাসা এয়ার সংস্থার একটি বিমানেও বোমা হুমকি আসে ৷ ফ্লাইট QP 1335 দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ৷ তাতে 174 জন যাত্রী ছিলেন ৷ 3 জন শিশু এবং 7 জন বিমানকর্মী ছিলেন ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তাজনিত প্রোটোকল মেনে আকাসা এয়ারের বিমানটিকে দ্রুত দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে বিমানে তল্লাশি চালানো হয় ৷ বিমানটিকে একটি ফাঁকা জায়গায় রাখা হয় ৷ যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষায় নিয়মমাফিক সব প্রক্রিয়া মেনে তল্লাশি চালানো হয়েছে ৷

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details