পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নৌবাহিনীর ট্যাবলোয় নতুন 3 অত্যাধুনিক যুদ্ধজাহাজ - REPUBLIC DAY 2025

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নৌবাহিনীর ট্যাবলোয় থাকবে সদ্য কমিশনপ্রাপ্ত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ - আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশির ৷

ETV BHARAT
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি নৌবাহিনীর (চিত্র: পিটিআই)

By PTI

Published : Jan 23, 2025, 2:28 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: 76তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের নৌবাহিনীর ট্যাবলোতে তুলে ধরা হবে অস্ত্রসম্ভারে সদ্য যুক্ত হওয়া তিনটি যুদ্ধজাহাজ আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশিরকে ৷

বুধবার কোটা হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নৌবাহিনী 'আত্মনির্ভর নৌসেনা সে রাষ্ট্র নির্মাণ' বিষয়ক ট্যাগলাইন দেওয়া একটি ট্যাবলোর মডেল উন্মোচন করেছে । আধিকারিকরা জানিয়েছেন, নৌবাহিনীর মিশ্র মার্চিং কন্টিনজেন্ট এবং একটি ব্যান্ডও কর্তব্যপথে আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশগ্রহণ করবে ।

কুচকাওয়াজে নৌবাহিনীর ট্যাবলোয় নতুন 3 যুদ্ধজাহাজ (চিত্র: পিটিআই)

কন্ট্রোলার পার্সোনেল সার্ভিসেস ভাইস অ্যাডমিরাল বিনীত ম্যাককার্টি বলেন যে, মুম্বইয়ে মাত্র এক সপ্তাহ আগে কমিশনপ্রাপ্ত তিনটি প্ল্যাটফর্ম তুলে ধরা হবে ট্যাবলোতে, সেই তিনটি প্ল্যাটফর্ম ভারতের নৌবাহিনীর দক্ষতা এবং আত্মনির্ভরতা চেতনার প্রতীক । ট্যাবলো কমান্ডাররা হলেন, লেফটেন্যান্ট কমান্ডার মমতা সিহাগ এবং লেফটেন্যান্ট বিপুল সিং গহলৌত ।

লেফটেন্যান্ট কমান্ডার সাহিল আলুওয়ালিয়ার নেতৃত্বে মার্চিং কন্টিনজেন্টে 144 জন তরুণ কর্মী থাকবেন, যাঁদের নেতৃত্বে থাকবেন তিন প্লাতুন কমান্ডার - লেফটেন্যান্ট কমান্ডার ইন্দ্রেশ চৌধুরী, লেফটেন্যান্ট কমান্ডার কাজল ভারাভি এবং লেফটেন্যান্ট দিবিন্দর কুমার । এই কন্টিনজেন্ট সদস্যদের গড় বয়স 25 বছর । ভারতীয় নৌবাহিনীর সব শাখা থেকে এই কর্মীদের বাছাই করা হয়েছে এবং এই অনুষ্ঠানের কঠোরতা সহ্য করার জন্য দুই মাসেরও বেশি সময় ধরে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান আধিকারিকরা ৷

এমসিপিও প্রথম শ্রেণির সঙ্গীতজ্ঞ এম অ্যান্টনি রাজের নেতৃত্বে এবং আশিজন সঙ্গীতজ্ঞের সমন্বয়ে গঠিত ভারতীয় নৌবাহিনীর ব্যান্ড গর্ব ও মর্যাদার সঙ্গে কুচকওয়াজে অংশ নেবে । 29 জানুয়ারি বিটিং রিট্রিটে, এই ব্যান্ডের পরিবেশনায় থাকবে বেশ কয়েকটি রোমহর্ষক সুরের সৃষ্টি এবং বিন্যাস, যার সঙ্গে থাকবে অসংখ্য চিত্তাকর্ষক প্রদর্শন । এবারই প্রথম ব্যান্ডটিতে ছয়জন মহিলা থাকছেন বলে জানিয়েছেন ভাইস অ্যাডমিরাল ম্যাককার্টি ৷

গত 15 জানুয়ারি মুম্বইয়ের নৌ ডকইয়ার্ডে তিনটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের কমিশনিং করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের কথাও এদিন মনে করিয়ে দেন ভাইস অ্যাডমিরাল ম্যাককার্টি । তাঁর ভাষণে মোদি উল্লেখ করেছিলেন যে, বিশেষজ্ঞরা বলছেন জাহাজ নির্মাণে বিনিয়োগ করা প্রতিটি টাকা অর্থনীতিতে প্রায় দ্বিগুণ ইতিবাচক প্রভাব ফেলে ।

প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে, বর্তমানে দেশে 60টি বৃহৎ জাহাজের নির্মাণ চলছে, যার মূল্য আনুমানিক 1.5 লক্ষ কোটি টাকা । এই বিনিয়োগের ফলে প্রায় 3 লক্ষ কোটি টাকার অর্থনৈতিক সঞ্চালন হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ছয়গুণ গুণিতক প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি । প্রতিরক্ষা মন্ত্রক আগেই বলেছিল যে, প্রতিরক্ষা উৎপাদন এবং সামুদ্রিক নিরাপত্তায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি প্রধান নৌ যোদ্ধার কমিশনিং একটি উল্লেখযোগ্য অগ্রগতি ।

পি15বি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ আইএনএস সুরত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অত্যাধুনিক ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি । এতে 75 শতাংশ দেশীয় উপাদান রয়েছে এবং এটি অত্যাধুনিক অস্ত্র-সেন্সর প্যাকেজ এবং উন্নত নেটওয়ার্ক-কেন্দ্রিক ক্ষমতা দিয়ে সজ্জিত ।

পি17এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ আইএনএস নীলগিরির নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডিজাইন ব্যুরো এবং সক্রিয় থাকার উন্নত ক্ষমতা, সমুদ্র রক্ষণাবেক্ষণ এবং গোপনীয়তার জন্য উন্নত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এই যুদ্ধজাহাজে ।

পি75 স্করপিন প্রকল্পের ষষ্ঠ এবং শেষ সাবমেরিন আইএনএস ভাগশির সাবমেরিন নির্মাণে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার পরিচায়ক ৷ ফ্রান্সের নৌ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হয়েছে ।

ভাইস অ্যাডমিরাল বলেন, "এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে, আমাদের দেশ আজকের উদীয়মান সামুদ্রিক প্রেক্ষাপটের, অর্থাৎ এই নতুন চিন্তাভাবনার একটি চিত্তাকর্ষক দিক প্রকাশ করেছে । এই ঐতিহাসিক দৃশ্য এবং স্বনির্ভর ভারতকেও নৌবাহিনীর ট্যাবলোতে চিত্রিত করা হয়েছে ৷ আজ, যখন আমাদের জাতি 'বিকশিত ভারত'-এর পথে এগিয়ে চলেছে, তখন আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে - অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা । একটি শক্তিশালী এবং স্বনির্ভর ভারতীয় নৌবাহিনী এই উভয় চাহিদা পূরণ করে । একদিকে, ভারতীয় নৌবাহিনী শক্তির উৎস হয়ে ওঠে এবং ভারতকে সামুদ্রিক নিরাপত্তা প্রদান করে; অন্যদিকে, 'আত্মনির্ভর' নৌবাহিনী ভারতের অর্থনৈতিক সমৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ এবং বড় অবদান রাখছে ৷" (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details