নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে উৎখাত করার দু'দিন পরই সিরিয়া থেকে 75 জন নাগরিককে দেশে ফিরয়ে আনছে ভারত। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দামাস্কাস এবং বেইরুটে ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ করে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে ৷ একই সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার ৷
মঙ্গলবার রাতে জারি করা এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, "ভারত সরকার সিরিয়া থেকে 75 জন ভারতীয় নাগরিককে সেই দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরে দেশে ফিরিয়ে নিয়ে আসছে।" এঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের 44 জন সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন ৷ সব ভারতীয় নাগরিক নিরাপদে লেবাননে প্রবেশ করেছে বলেও জানানো হয়েছে ৷ সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারতে ফিরে আনা হবে।
বিদেশমন্ত্রক জোর দিয়ে জানিয়েছে, সরকার বিদেশে ভারতীয় নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। সিরিয়ায় থাকা যে কোনও ভারতীয় নাগরিককে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। বিবৃতি আরও বলা হয়েছে, "সিরিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের আপডেটের জন্য তাদের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 এবং ইমেল আইডি (hoc.damascus@mea.gov.in)-এর মাধ্যমে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গো যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।"
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া ৷ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন হয়েছে। সিরিয়ার দখল নিয়েছেন বিদ্রোহীরা। পশ্চিম এশিয়ার এই দেশে উতপ্ত পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগে ছিল মােদি সরকার ৷ এই আবহে বিদেশমন্ত্রক, দ্রুত সিরিয়া থেকে 75 জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় ৷
রবিবার বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস-সহ আরও কয়েকটি বড় শহর দখল করে নেওয়ায় সিরিয়া বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে । বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দামাস্কাসের নিয়ন্ত্রণ নেওয়ার পর আল-আসাদ পরিবার-সহ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, আসাদ বর্তমানে মস্কোতে রয়েছেন ৷ তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে পুতিন সরকার। এরপরই সোমবার বিদেশমন্ত্রক জানিয়েছিল, সিরিয়ার যাবতীয় ঘটনা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷