সিমলা, 7 এপ্রিল:অন্য কারও পরিবর্তে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা দেওয়ার অভিযোগ ৷ আইএএস নবীন তানওয়ারকে সাসপেন্ড করল হিমাচল প্রদেশ সরকার । নবীনকে গত মাসে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় । সেই সঙ্গে 50 হাজার টাকা জরিমানাও করেছেন ম্যাজিস্ট্রেট শিবম ভার্মা । নবীন 2019 ব্যাচের আইএএস অফিসার ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2014 সালের 13 ডিসেম্বর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি গাজিয়াবাদে আইবিপিএস ক্লার্ক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন নবীন তানওয়ার । তিনি ঝাঁসি থেকে অমিত নামে এক ব্যক্তির জায়গায় ব্যাংকের ক্লার্ক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ।
বর্তমানে নবীন রাজ্যের চাম্বা জেলার ভরমৌরে সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন । নবীন তানওয়ারের মামলার অভিযোগ সিবিআই আদালতে প্রমাণিত হয়েছে। পরীক্ষায় নবীন তানওয়ার-সহ 6 জনকে দোষী সাব্যস্ত করা হয় । যাদেরকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও 18 মার্চ সিবিআইয়ের কাছে তথ্য চেয়েছিল ।