আগ্রা, 22 ডিসেম্বর: জিম প্রশিক্ষকের বিরুদ্ধে কানাডার তরুণীকে ধর্ষণের অভিযোগ ৷ শুধু তাই নয়, মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য নিজেকে RAW (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এজেন্ট হিসেবে দাবি করার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ হয় ৷ তরুণী ভারতে আসার পর তাঁরা দেখা করেন। সে সময়ই নারকীয় কাণ্ড ঘটায় জিম প্রশিক্ষক ৷
সিকান্দ্রা থানার ইনচার্জ ইন্সপেক্টর নীরজ শর্মা জানিয়েছেন, অভিযুক্ত সাহিল শর্মা স্থানীয় শাস্ত্রীপুরম এলাকার বাসিন্দা ৷ স্থানীয় একটি জিমের প্রশিক্ষক ৷ মার্চ মাসে একটি ডেটিং অ্যাপে এক কানাডিয়ান মহিলার সঙ্গে বন্ধুত্ব করে অভিযুক্ত । তারপর ওই মহিলা ভারতে এলে সাহিলের তাঁর সঙ্গে দেখা করে ৷ একটি হোটেলে নির্যাতিতার পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে অজ্ঞান করা হয় ৷ তারপরই নির্যাতনের শিকার হন তরুণী ৷
নির্যাতিতার অভিযোগ, জ্ঞান ফেরার পর কী ঘটেছে বুঝতে পেরে তিনি প্রতিবাদ করেন ৷ তারপর সাহিল তাঁকে হুমকি দেয় ৷ নিজেকে ‘র’ এজেন্ট বলে দাবি করে সে । সেবারের মতো কানাডায় ফিরে গিয়েছিলেন তিনি ৷ সাহিল অগস্টে মাসে আবার তাকে ভারতে আসতে বলে ৷