কোটা, 23 এপ্রিল: সন্ধ্যায় ছিল বিয়ে ৷ তার আগে দুপুর নাগাদ গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বরের ৷ এক লহমায় বিয়ের অনুষ্ঠান পরিণত হল বিষাদে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নান্তা জেলায় ৷ এই বিষয়ে নান্তা থানার অফিসার নভাল কিশোর শর্মা জানান, মৃতের নাম সুরজ সাক্সেনা (30) ৷ তিনি কোটার কেশবপুরা এলাকার বাসিন্দা । কাজ করতেন বেঙ্গালুরুতে ৷ মঙ্গলবার বুন্দি রোডের মেনাল রেসিডেন্সি রিসর্টে তাঁর প্রাক বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটে ৷
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ সোনি জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বর যেখানে বসেছিলেন তার কাছেই কুলার লাগানো হয়েছিল । কাছে ছিল সুইমিং পুলের রেলিং এবং প্যান্ডেলের খুঁটি । মেহেন্দি অনুষ্ঠান শেষ করে সুইমিং পুলের দিকে যাচ্ছিলেন বর । পথে খুঁটিতে হাত রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন । তখনই দুর্ঘটনা ঘটে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে অতিথি এবং আত্মীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু শক লাগার পর অজ্ঞান হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি ৷ ঘটনার পর দেহ ময়নাতদন্তের জন্য নয়াপুরা এমবিএস হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।