পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়ের অনুষ্ঠানে বিষাদ ! গায়ে হলুদের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরের - Groom Dies before Marriage

Groom Death on Wedding Day: মর্মান্তিক ঘটনা রাজস্থানের কোটায় ৷ বিয়ের দিন দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বরের ৷ জানতে পেরেই কান্নায় ভেঙে পড়লেন কনে ৷ ঠিক কী হয়েছিল ?

Rajasthan News
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 10:13 PM IST

কোটা, 23 এপ্রিল: সন্ধ্যায় ছিল বিয়ে ৷ তার আগে দুপুর নাগাদ গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বরের ৷ এক লহমায় বিয়ের অনুষ্ঠান পরিণত হল বিষাদে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নান্তা জেলায় ৷ এই বিষয়ে নান্তা থানার অফিসার নভাল কিশোর শর্মা জানান, মৃতের নাম সুরজ সাক্সেনা (30) ৷ তিনি কোটার কেশবপুরা এলাকার বাসিন্দা । কাজ করতেন বেঙ্গালুরুতে ৷ মঙ্গলবার বুন্দি রোডের মেনাল রেসিডেন্সি রিসর্টে তাঁর প্রাক বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটে ৷

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ সোনি জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বর যেখানে বসেছিলেন তার কাছেই কুলার লাগানো হয়েছিল । কাছে ছিল সুইমিং পুলের রেলিং এবং প্যান্ডেলের খুঁটি । মেহেন্দি অনুষ্ঠান শেষ করে সুইমিং পুলের দিকে যাচ্ছিলেন বর । পথে খুঁটিতে হাত রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন । তখনই দুর্ঘটনা ঘটে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে অতিথি এবং আত্মীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু শক লাগার পর অজ্ঞান হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি ৷ ঘটনার পর দেহ ময়নাতদন্তের জন্য নয়াপুরা এমবিএস হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

এদিকে, দুর্ঘটনার সময় হবু কনেও প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ৷ বরের মৃত্যুর পর থেকে অসাড় হয়ে গিয়েছেন তিনি ৷ কথাও বলতে পারছেন না ৷ কেঁদেই চলেছেন ৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ সোনি জানান যে, দুর্ঘটনাটি দুপুর 2টোর দিকে ঘটেছে । এ ব্যাপারে রিসর্ট মালিকের গাফিলতিও প্রকাশ্যে এসেছে । পরিবারের সদস্যদের রিপোর্ট অনুযায়ী, বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুঁটিতে কারেন্ট ছিল । তদন্তে যা পাওয়া যাবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রিসর্ট মালিকের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা করা হবে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন :

  1. রাজস্থানে মহাশিবরাত্রির মিছিলে তড়িদাহত 18 শিশু
  2. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিচ কিউরেটরের, আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ মানকুণ্ডুতে

ABOUT THE AUTHOR

...view details