নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: শম্ভু সীমান্তে কৃষক বিক্ষোভের আজ ষষ্ঠ দিন ৷ পঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতারা রবিবার বলেছেন যে, সরকার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কিছুটা সময় চেয়েছে ৷ আজ বসছে চতুর্থ দফার বৈঠক ৷
রবিবার কমিটির সাধারণ সম্পাদক সর্বান সিং পান্ধের বলেন, "শম্ভু সীমানায় এটি আমাদের ষষ্ঠ দিন । আজ আমরা সরকারের সঙ্গে চতুর্থ দফা আলোচনা করব । সরকার কিছু সময় চেয়েছে এবং বলেছে যে, তারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবে এবং এর সমাধান করবে ৷"
সম্মিলিত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা তাদের দাবি মেনে নিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে চাপ দেওয়ার জন্য 'দিল্লি চলো'র ডাক দিয়েছে । পঞ্জাবের কৃষকরা মঙ্গলবার জাতীয় রাজধানীতে তাঁদের পদযাত্রা শুরু করেছিলেন ৷ কিন্তু পঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু এবং খানৌরি সীমানায় নিরাপত্তা কর্মীরা তাঁদের বাধা দেন । বিক্ষোভকারী কৃষকরা 13 ফেব্রুয়ারি মঙ্গলবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আম্বালার কাছে শম্ভু সীমান্তে ক্যাম্প করে রয়েছেন ।
কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন কৃষক সংগঠনের নেতাদের মধ্যে আলোচনাতেও কোনও নিষ্পত্তি হয়নি ৷ চতুর্থ দফার আলোচনা রবিবার নির্ধারিত রয়েছে । এর আগে, শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন যে, সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং রবিবার কৃষকদের সঙ্গে পরবর্তী দফায় আলোচনা হবে । পঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে স্থবিরতার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা আলোচনা শেষ হয়েছে ।