পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শম্ভু সীমানায় বিক্ষোভের ষষ্ঠ দিন, আজ চতুর্থ দফার বৈঠকে কৃষকরা - শম্ভু সীমানা

Farmers' protest at Shambhu Border: শম্ভু সীমানায় কৃষকদের বিক্ষোভের আজ ষষ্ঠ দিন ৷ আজই চতুর্থ দফার বৈঠকে বসতে চলেছেন কৃষকরা ৷ সরকার তাঁদের থেকে কিছুটা সময় চেয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 10:53 AM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: শম্ভু সীমান্তে কৃষক বিক্ষোভের আজ ষষ্ঠ দিন ৷ পঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতারা রবিবার বলেছেন যে, সরকার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কিছুটা সময় চেয়েছে ৷ আজ বসছে চতুর্থ দফার বৈঠক ৷

রবিবার কমিটির সাধারণ সম্পাদক সর্বান সিং পান্ধের বলেন, "শম্ভু সীমানায় এটি আমাদের ষষ্ঠ দিন । আজ আমরা সরকারের সঙ্গে চতুর্থ দফা আলোচনা করব । সরকার কিছু সময় চেয়েছে এবং বলেছে যে, তারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবে এবং এর সমাধান করবে ৷"

সম্মিলিত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা তাদের দাবি মেনে নিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে চাপ দেওয়ার জন্য 'দিল্লি চলো'র ডাক দিয়েছে । পঞ্জাবের কৃষকরা মঙ্গলবার জাতীয় রাজধানীতে তাঁদের পদযাত্রা শুরু করেছিলেন ৷ কিন্তু পঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু এবং খানৌরি সীমানায় নিরাপত্তা কর্মীরা তাঁদের বাধা দেন । বিক্ষোভকারী কৃষকরা 13 ফেব্রুয়ারি মঙ্গলবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আম্বালার কাছে শম্ভু সীমান্তে ক্যাম্প করে রয়েছেন ।

কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন কৃষক সংগঠনের নেতাদের মধ্যে আলোচনাতেও কোনও নিষ্পত্তি হয়নি ৷ চতুর্থ দফার আলোচনা রবিবার নির্ধারিত রয়েছে । এর আগে, শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন যে, সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং রবিবার কৃষকদের সঙ্গে পরবর্তী দফায় আলোচনা হবে । পঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে স্থবিরতার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা আলোচনা শেষ হয়েছে ।

মুন্ডা জানান, "এটি ছিল কৃষক এবং সরকারের মধ্যে তৃতীয় বৈঠক । বেশ কিছু বিষয় উত্থাপিত হয় এবং তা নিয়ে আলোচনা হয় ৷ আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা এগিয়ে নিয়ে গেলে অবশ্যই একটি পরিণতিতে পৌঁছব । আমি আশাবাদী যে আমরা শীঘ্রই একটি সমাধান খুঁজে পাব । আরেকটি বৈঠক রবিবার কৃষকদের সঙ্গে অনুষ্ঠিত হবে। আমরা সেই বৈঠকে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং একটি সমাধান বের করব ৷"

তিনি খুব জোর দিয়ে বলেন যে, সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত দিক মাথায় রাখতে হবে । তাঁর কথায়, "আগামী দিনের চিন্তা-ভাবনা না করে মানুষ পরিস্থিতির সমালোচনা করে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না । বরং এর সব দিক মাথায় রেখে আলোচনা করার চেষ্টা করা উচিত ।"

এ দিকে, শম্ভু সীমানায় মোতায়েন নিরাপত্তা বাহিনী আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে প্রবেশের চেষ্টায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে । এর আগে, পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছিল ৷ আর বিক্ষোভকারীদের শুক্রবার পুলিশের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছে । (এএনআই)

আরও পড়ুন:

  1. কৃষক বিক্ষোভের জেরে আম্বালা ডিভিশনে ট্রেন পরিষেবা ব্যাহত
  2. তৃতীয় বৈঠকেও মিলল না সমাধান, কেন্দ্রের সঙ্গে কৃষকদের ফের বৈঠক রবিবার
  3. 'এই মূহূর্তে অগ্রাধিকার কৃষকদের পাশে থাকা', পঞ্জাব যাত্রা স্থগিত মমতার

ABOUT THE AUTHOR

...view details