ছাপড়া (বিহার), 9 জানুয়ারি: মিষ্টি বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ৷ বৃহস্পতির সকালে অগ্নিদগ্ধ একই পরিবারের 7 জন ৷ আহত আরও এক ৷ ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়ায় সারান জেলার নাগারা ব্লক এলাকার আফোর গ্রামে ৷ সিলিন্ডারে লিকেজ থাকার ফলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের সবাইকে নাগাড়া কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে । যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে দেখার পর উন্নত চিকিৎসার জন্য চাপড়ায় রেফার করেছেন ।
স্থানীয় বাসিন্দারা জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেই পরিবারের মহিলারা মকর সংক্রান্তিতে তাদের মেয়ের বাড়িতে পাঠানোর জন্য মিষ্টি তৈরি করছিলেন । সেই সময় গ্যাস লিকেজ শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে । এতে আশেপাশের লোকজনও আগুনে পুড়ে যায় । কোনওভাবে সেখানে উপস্থিত লোকজন আগুন নেভান, না-হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত ।