পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মকর সংক্রান্তির মিষ্টি বানানোর সময় দুর্ঘটনা, সিলিন্ডার ফেটে দগ্ধ একই পরিবারের 7 - CYLINDER BLAST IN BIHAR

আনন্দ উৎসব উপলক্ষে মিষ্টি বানাচ্ছিলেন বাড়ির মহিলারা ৷ হঠাৎ দাউ দাউ করে আগুন ৷ দগ্ধ হলেন একই বাড়ির 7 জন ৷

Cylinder Blast Incident in Bihar
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2025, 3:55 PM IST

ছাপড়া (বিহার), 9 জানুয়ারি: মিষ্টি বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ৷ বৃহস্পতির সকালে অগ্নিদগ্ধ একই পরিবারের 7 জন ৷ আহত আরও এক ৷ ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়ায় সারান জেলার নাগারা ব্লক এলাকার আফোর গ্রামে ৷ সিলিন্ডারে লিকেজ থাকার ফলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের সবাইকে নাগাড়া কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে । যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে দেখার পর উন্নত চিকিৎসার জন্য চাপড়ায় রেফার করেছেন ।

স্থানীয় বাসিন্দারা জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেই পরিবারের মহিলারা মকর সংক্রান্তিতে তাদের মেয়ের বাড়িতে পাঠানোর জন্য মিষ্টি তৈরি করছিলেন । সেই সময় গ্যাস লিকেজ শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে । এতে আশেপাশের লোকজনও আগুনে পুড়ে যায় । কোনওভাবে সেখানে উপস্থিত লোকজন আগুন নেভান, না-হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত ।

অধিকাংশ লোক একই পরিবারের সদস্য: আহতদের মধ্যে 7 জন একই পরিবারের । তারা হলেন বিশ্বরঞ্জন রায়ের 36 বছর বয়সি স্ত্রী পূজা দেবী, 10 বছরের মেয়ে সাক্ষী কুমারী, 35 বছর বয়সি সীমা দেবী, সুভাষ রায়ের স্ত্রী, রাজেশ রায়ের স্ত্রী অমরাবতী দেবী এবং সন্তোষ রাইয়ের 13 বছর বয়সি কন্যা নীতু কুমারী-সহ অন্যান্যরা ।

এই ঘটনার বিষয়ে নাগাড়া থানার ইনচার্জ বিজয় কুমার রঞ্জন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনের খবর পাওয়া গিয়েছে। তদন্ত করা হচ্ছে । বর্তমানে আহত সকলকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details