রাঁচি, 2 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনকে 5 দিনের জন্য ইডি হেফাজতে পাঠাল রাঁচির পিএমএলএ আদালত ৷ জমি কেলেঙ্কারি এবং ভূমি মাফিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেআইনি অর্থপাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি । দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর বুধবার রাতে সোরেনকে গ্রেফতার করা হয় ৷
এই গ্রেফতারিকে চ্য়ালেঞ্জ জানিয়ে ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন ৷ তাঁর গ্রেফতারিকে অযৌক্তিক, স্বেচ্ছাচারী এবং তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন হিসাবে ঘোষণা করার জন্য শীর্ষ আদালতের কাছে অনুরোধ করেন তিনি । আবেদনে বলা হয়, ইডি আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের নির্দেশে ক্ষমতার অপব্যবহার করেছেন কারণ হেমন্ত সোরেন হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ৷ যে দল বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশীদার ৷ তাঁকে অবিলম্বে মুক্তি দিতে ইডি-কে নির্দেশ জারি করার জন্য শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, তাঁকে গ্রেফতার করাটা লোকসভা নির্বাচনের আগে একটি সুনিয়ন্ত্রিত ষড়যন্ত্রের অংশ ৷