পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা - OM PRAKASH CHAUTALA

প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷

OM PRAKASH CHAUTALA
প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

চণ্ডীগড়, 20 ডিসেম্বর: প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ অবশেষে শুক্রবার সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জী'র মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি বহু বছর ধরে রাজ্যরাজনীতিতে সক্রিয় ছিলেন ৷ চৌধুরি দেবীলাল জী'র কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।

শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সাইনি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর সুপ্রিমো এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী ওম প্রকাশ চৌটালার মৃত্যু অত্যন্ত দুঃখজনক । তিনি সারা জীবন দেশ ও সমাজের সেবা করেছেন ৷ তাঁর চলে যাওয়া দেশ তথা হরিয়ানার রাজনীতির জন্য বড় ক্ষতি ।"

শোকপ্রকাশ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দ্র সিং হুডা ৷ তিনি জানান, বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল ৷

হরিয়ানার সিরসা জেলার চৌটালা গ্রামে 1935 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন ওম প্রকাশ চৌটালা ৷ চৌধুরি দেবীলাল হরিয়ানার মুখ্যমন্ত্রী ও দেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন ৷ বাড়ির রাজনৈতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা ৷ অবশেষে, মাঝপথে পড়াশোনা ছেড়ে বাবার দেখানো রাস্তা গ্রহণ করেন তিনি ৷

হরিয়ানার রাজনীতিতে তাঁর গুরুত্ব অপরিসীম ৷ বিধানসভা নির্বাচনে 7বার জয় ছিনিয়ে নেন ওম প্রকাশ চৌটালা ৷ সেই সঙ্গে, 1989 সাল থেকে 4 বার মুখ্যমন্ত্রীও হন তিনি ৷ মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওম প্রকাশ চৌটালা ৷ হরিয়ানার আঞ্চলিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের জাতীয় সভাপতি ছিলেন তিনি ৷

2008 সালে জুনিয়র বেসিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হন ওম প্রকাশ চৌটালা । ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । 2013 সালে ওম প্রকাশ ও তাঁর ছেলে অজয় সিং চৌটালাকে 10 বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে দিল্লি কোর্ট ৷ শাস্তি বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷ এরপর তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে ৷ মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ায় দ্বাদশ শ্রেণির গণ্ডি পার করতে পারেননি ওম প্রকাশ চৌটালা ৷ 2017 সালে তিহাড়ে বসে সেই স্বপ্ন পূরণ করেন তিনি ৷ শুধু তাই নয়, পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ৷

প্রাক্তন:কাকতালীয় নয়, পাইলটের ভুলেই প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details