ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ),23 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার । বহু বছর ধরে তাঁবুতে থাকার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরেছেন অযোধ্যাপতি ৷ রামলালার বাড়ি ফেরার দিন প্রকৃতির অমোঘ নিয়ম মেনে হাজার হাজার মায়ের কোল আলো করে ধরাধামে এল নতুন প্রাণ ৷ তাদের মধ্যেই উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক মুসলিম পরিবার নবজাতকের নাম রাখল রাম-রহিম । এভাবেই সম্প্রীতির এক মন ভালো করা নজির তৈরি হল ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘটনাকে স্মরণ করে রাখতেই তাদের এমন উদ্যোগ বলে দাবি পরিবারের।
প্রাণ প্রতিষ্ঠা সারাদেশের মানুষেরই কাছে ছিল একটি বিশেষ মুহূর্ত । ফিরোজাবাদে অনেক গর্ভবতী এই দিনেই তাঁদের সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। চিকিৎসকরা প্রত্যেককে আলাদা আলাদা তারিখ দিয়েছিলেন। সেই তারিখগুলি ছিল 22 জানুয়ারি এবং এর আশেপাশে । তবে সোমবারই জেলা মহিলা হাসপাতালে প্রায় 15 থেকে 20 জন মহিলা অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের কাছে আবেদন করেছিলেন। কারণটি ছিল সন্তান জন্মের মাধ্যমে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা ।