হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে ফের মুখোমুখি হবেন রাহুল বনাম স্মৃতি, এমনটা মোটামুটি জানা আছে ৷ 'শাস ভি কভি বহু'র অভিনেত্রী বরাবরই সংসদ এবং তার বাইরে রাহুল তথা গান্ধি পরিবারের তীব্র বিরোধিতা করে এসেছেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুলকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি ৷ সেবার কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যায় ভোট পেয়ে লোকসভা সাংসদ নির্বাচিত হন রাহুল ৷ 2024 সালেও তিনি দু'টি আসনেই লড়বেন ৷ তার মধ্যে একটি আমেঠি-ই ৷ কিন্তু দ্বিতীয় আসনটি ?
সে নিয়ে বিস্তর জলঘোলা হয়ে চলেছে ৷ কংগ্রেস সূত্রের খবর, 2024 সালের নির্বাচনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল নাকি তেলেঙ্গানার কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ৷ তাঁকে এই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ৷ 2023 সালের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠায় সরকার গড়েছে কংগ্রেস ৷ 2014 সালে অন্ধপ্রদেশ দ্বিধাবিভক্ত হয়ে তেলেঙ্গানার জন্ম ৷ তারপর 10 বছর বিআরএসের শাসনের অবসান হয়েছে এই বছর ৷ দক্ষিণী রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি ৷ তাই বলাই যায়, দক্ষিণে তেলেঙ্গানা এখন কংগ্রেসের শক্ত ঘাঁটি ৷
ইটিভি ভারত কংগ্রেস সূত্রে জানতে পেয়েছে, এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি তেলেঙ্গানার খাম্মাম অথবা ভুবনগিরি থেকে প্রার্থী হতে পারেন ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্য কংগ্রেসের উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমামার্কা, রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি সোনিয়া গান্ধিকে তেলেঙ্গানা থেকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিলেন ৷ তবে তিনি রাজ্যসভায় যাওয়ার জন্য অনড় ছিলেন ৷ এবং তা বাস্তবায়িত হয়েছে ৷ রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে সোনিয়া ৷ উত্তরপ্রদেশে তাঁর রায়বরেলির আসনটিতে হয়তো প্রিয়াঙ্কা বঢরা গান্ধি প্রার্থী হবেন ৷ এই তথ্য এখন রাজনৈতিক মহলে সবারই জানা ৷ শুধু কংগ্রেসের তরফে চূড়ান্ত ঘোষণা বাকি ৷