নয়াদিল্লি, 29 এপ্রিল: নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানো দেবাশিস ধর ৷ আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি করার আর্জি জানিয়েছেন তিনি ৷ তারই প্রেক্ষিতে শীর্ষ আদালত সোমবার বলেছে যে, প্রাক্তন আইপিএস অফিসারের আবেদনে শুনানি জরুরি তালিকায় রাখা হবে কি না, তা বিবেচনা করবে আদালত ৷
বীরভূম থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির টিকিট দেওয়া হয়েছিল দেবাশিস ধরকে ৷ তবে আয় বহির্ভূত সম্পত্তির মামলায় কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায়, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান দেবাশিস ধর ৷ প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তিনি ৷ তবে দ্রুত শুনানির আর্জি মানতে চায়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ হাতে সময় কম থাকায় এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দেন দেবাশিস ধর ৷
সেই মতোই সোমবার তিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে নিজের আবেদন জানান দেবাশিস ৷ তাঁর আইনজীবী নিধেশ গুপ্ত আদালতকে জানান যে, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন । তাই জরুরি শুনানির আবেদন জানাচ্ছেন তিনি ৷ তাঁর আইনজীবী নিধেশ বলেন, "আজই এই মামলার শুনানির প্রয়োজন ৷" জবাবে তাঁকে প্রধান বিচারপতি বলেন, "আমি ইমেলটি দেখব (জরুরি তালিকা চাওয়া) ৷"