পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমে সিবিআই আদালতে শাহাজাহান! আর্থিক জালিয়াতির অভিযোগ ইডি'র - Sheikh Shahjahan ED custody - SHEIKH SHAHJAHAN ED CUSTODY

Sheikh Shahjahan: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি ৷ সোমবার তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে ৷ ইতিমধ্যে শনিবার তাকে গ্রেফতার করেছে ইডি ৷

ETV Bharat
শাহজাহানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 10:34 AM IST

কলকাতা, 1 এপ্রিল: সিবিআইয়ের বিশেষ আদালতে শেখ শাহজাহানকে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি ৷ সোমবার সকাল হতেই সিজিও কমপ্লেক্সে ইডির তরফে প্রস্তুতি তুঙ্গে ৷ শনিবার, 30 মার্চ ইডি'র হাতে গ্রেফতার হয় শাসকশিবিরের এই প্রাক্তন দাপুটে নেতা ৷ এদিন সিবিআই হেফাজত শেষ হওয়ার পর শাহজাহানকে রাখা হয় বসিরহাটের উপ-মহকুমা সংশোধনাগারে ৷ সেখানে শনিবার তাকে জেরা করতে গিয়েছিল ইডি ৷ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ে ৷ শেষে শাহজাহানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷

তদন্তে নেমে সিবিআইয়ের পাশাপাশি ইডির তদন্তকারীরা জানতে পারেন, প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে তাদের তরফে করা দু’টি ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনভেস্টিগেশন রিপোর্ট) রয়েছে ৷ একটি রেশন বণ্টন দুর্নীতি এবং আরেকটি বেআইনি ভাবে জমি দখল ও মাছ চাষ ৷ এমনকী মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের মামলাও রয়েছে শাহজাহানের বিরুদ্ধে ৷

ইডির দাবি, শেখ শাহাজাহানের বিরুদ্ধে যে সব অভিযোগ আছে, তাতে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ বা পিএমএলএ-র মামলাতেও তাকে নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সন্দেশখালির একদা দাপুটে নেতা শেখ শাহাজাহানকে রাজ্য পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই ৷ পরে সিবিআই হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহাজাহানকে তুললে তাকে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ৷ কিন্তু সিবিআইয়ের দায়ের করা মামলায় বসিরহাট সংশোধনাগারে থাকা শাহজাহানকে গ্রেফতার দেখিয়েছে (শোন অ্যারেস্ট) ইডি ৷

গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে পৌঁছয় ইডি ৷ সেখানে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গেলে বাধার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা ৷ এমনকী রক্তাক্ত হওয়ার ঘটনাও ঘটে ৷ এরপর থেকেই ফেরার হয়ে যায় শেখ শাহজাহান ৷ পরে 29 ফেব্রুয়ারি তার গ্রেফতারির খবর সামনে আসে ৷

আরও পড়ুন:

  1. জমি দুর্নীতি! শেখ শাহজাহানকে জেল থেকেই গ্রেফতার ইডি'র
  2. ইডি'র উপর হামলা হয়েছিল তারই ভাটার ইটে! চিনতে অস্বীকার শাহজাহানের
  3. দীর্ঘ টালবাহানার পর সিবিআই হেফাজতে শাহজাহান

ABOUT THE AUTHOR

...view details