দেরাদুন, 7 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকের বাড়িতে হানা দিল ইডি ৷ এর মধ্যে আইএফএস অফিসারের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের বেশ কয়েকটি বাসভবন এবং বেশ কয়েকজন আইএফএস অফিসারের বাড়িতে আজ অভিযান চালানো হয় ।
উত্তরাখণ্ডের চর্চিত আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে হানা দিয়েছে ইডি । আর সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর । আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে পাওয়া কোটি কোটি টাকার নগদ গণনা করার জন্য ইডি নোট গণনা মেশিন আনার নির্দেশ দিয়েছে । তবে এই খবর সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু হয়নি । তবে সুশান্ত পট্টনায়কের বাড়ি-সহ অনেক জায়গাতেই এখনও অভিযান চলছে ।
আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে নথিপত্র তল্লাশি করেছেন ইডি আধিকারিকরা । সুশান্ত পট্টনায়েককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । গত আট ঘণ্টা ধরে তাঁর বাড়িতে নথিপত্র ঘেঁটে দেখে ইডি দল । উত্তরাখণ্ডে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকে খবরে থাকা আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়েক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরেই ছিলেন ।