কলকাতা, 1 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । ভোটের মুখে এই বাজেট কেমন হল ? ভোটমুখী, নাকি জনমুখী ? এই নিয়ে প্রশ্নের জবাব জানতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ।
অর্থনীতিবিদ অশোক লাহিড়ী বললেন, "এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী যেমন বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস', ঠিক এমনই বাজেট হয়েছে । অর্থাৎ সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে । সব দিক থেকেই এই বাজেট পরিপূর্ণ এবং গত 10 বছরে সমস্ত ক্ষেত্রেই এই বিকাশ লক্ষণীয় । দেশে 'দ্রুত বর্ধনশীল অর্থনীতি'। তাই দেশের অর্থনীতি এখন বিশ্বের তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে ।"
তিনি আরও বলেন যে, "দারিদ্রসীমার নিচে থাকা প্রায় 25 কোটি মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে । আর সবথেকে আনন্দের বিষয় হল, করের হার বাড়িয়ে সরকার খাজনা আদায় করছে । ঠিক একইভাবে রাজস্ব ঘাটতি কিন্তু বৃদ্ধি পায়নি । এর ফলে মুদ্রাস্ফীতি কম হচ্ছে । এই বাজেট অত্যন্ত মঙ্গলময় বাজেট, যার সুফল দেশের মানুষ আগামী দিনে পাবে ।"
অশোক লাহিড়ী এ কথা বললেও অপর অর্থনীতিবিদ ব্যাসদেব দাশগুপ্ত আবার একেবারে উলটো কথা বললেন ৷ তিনি বলেন, "অত্যন্ত বাজে বাজেট হয়েছে । জনমানসে এর খুব খারাপ প্রভাব পড়বে । আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে । মুদ্রাস্ফীতির হার চূড়ান্ত ভাবে বাড়ছে । এই অবস্থায় গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি আক্রান্ত । তাদের জন্য কোনও কিছু ভাবা হয়নি বাজেটে । তাদের কথা নিয়ে কোনও আলোচনা নেই । দেখানো হচ্ছে কিছু কিছু জিনিসের দাম কমেছে বেড়েছে । ভোটের আগে সরকার দাম কমানো নিয়ে কিছু গিমিক দিয়েই থাকে । নির্বাচন মিটতেই ফের ওইসব জিনিসের দাম চড়চড়িয়ে বাড়তে থাকে । ওই সব দেখিয়ে কোনও লাভ নেই । এখন থেকে 2047-এর পরিকল্পনা দেখানো হচ্ছে । আগে তো 2024 সালে কী করা উচিত সেটা ঠিক হোক । অথচ বাজেটে সেই বিষয়ে কোনও আলোচনাই হয়নি । বলা হচ্ছে, ঋণ দেওয়া হবে । কিন্তু সাধারণ মানুষের তো ঋণ নেওয়ার ক্ষমতাই নেই । সে ঋণ নিয়ে কী করবে । তাকে তো ঋণ নেওয়ার পরে সেই ঋণ পরিশোধ করতে হবে । সেই দিশা তো দেখানো হয়নি । ফলে এটা একটা দিশাহীন বাজেট ছাড়া আর কিছুই নয় ।"