নয়াদিল্লি, 9 এপ্রিল: প্রচারে মহিলাদের সম্ভ্রম বজায় রাখতে কী পদক্ষেপ করা হল ? সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করল নির্বাচন কমিশন ৷ সম্প্রতি কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বিজেপির সাংসদ হেমা মালিনীকে নিয়ে যে মন্তব্য করেন, তাকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ এর জন্য সুরজেওয়ালাকে শোকজ নোটিশও পাঠায় নির্বাচন কমিশন ৷
এর প্রেক্ষিতেই মঙ্গলবার দেশের নির্বাচন কমিশন কংগ্রেস সভাপতি খাড়গেকে প্রশ্ন করে, মহিলাদের সম্মান বজায় রেখে লোকসভা নির্বাচনের প্রচার চালাতে কী ব্যবস্থা নিয়েছে কংগ্রেস ৷ মল্লিকার্জুন খাড়গে এবং সুরজেওয়ালা - দু'জনকেই তাঁদের জবাব দিতে হবে ৷ রণদীপ সুরজেওয়ালাকে 11 এপ্রিল সন্ধ্যার মধ্য়ে নির্বাচন কমিশনে উত্তর দিতে হবে ৷ জবাব পাঠাতে হবে কংগ্রেস সভাপতি খাড়গেকেও ৷
সম্প্রতি নির্বাচনী প্রচারে রণদীপ সুরজেওয়ালা বিজেপির হেমা মালিনীকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে ৷ পরে সেই ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ ওই ভিডিয়োটিতে সুরজেওয়ালা হেমা মালিনীর উদ্দেশে এমন কিছু মন্তব্য করেন, যা অসম্মানজনক বলে জানিয়ে তার প্রতিবাদ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷