সুরাট, 22 জানুয়ারি: রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার জন্য 11 কোটি মূল্যের সোনা, হীরে ও অন্যান্য জহরত দিয়ে তৈরি মুকুট উপহার দিলেন এক ব্যবসায়ী ৷ জানা গিয়েছে গুজরাতের সুরাটের হীরে ব্যবসায়ী মুকেশ প্যাটেল সেই মুকুটটি উপহার স্বরূপ রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নিজেদের সামর্থ অনুযায়ী, কিছু না কিছু উপহার তুলে দিচ্ছেন ৷ তেমনই সুরাটের গ্রিনল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক মুকেশ প্যাটেল 6 কেজি ওজনের এই মুকুটটি উপহার হিসেবে দিয়েছেন ৷
জানানো হয়েছে, মুকেশ প্যাটেলের কোম্পানির তরফে সোনা, হীরে, নীলা-সহ নানান রত্ন দিয়ে এই মুকুটটি তৈরি করা হয়েছে ৷ আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভদিনে মুকুটটি রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এর বিশেষত্ব হল, মুকুটটি সোনার উপর হীরে ও অন্যান্য রত্ন দিয়ে খচিত ৷ 6 কেজি ওজনের মুকুটে সাড়ে চার কেজি সোনা ব্যবহার করা হয়েছে ৷ সঙ্গে মোট দেড় কেজি ওজনের হীরে, মুক্ত, নীলকান্তমণি ও অন্যান্য মূল্যবান ছোট-বড় রত্ন এই মুকুট সাজানো হয়েছে ৷