পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাগের বশে পুলিশের বাইককে সজোরে ধাক্কা দিল গাড়ি ! মর্মান্তিক মৃত্যু কনস্টেবলের - Delhi Police Constable Killed - DELHI POLICE CONSTABLE KILLED

Delhi Police Constable Dies: দ্রুতগামী গাড়িটিকে নিয়ম মেনে চালানোর কথা বলেছিলেন আউটার দিল্লির এক পুলিশ কনস্টেবল ৷ সেটাই কাল হল ৷ রাগের বশে গাড়িটি ওই বাইকের পিছন দিক থেকে ধাক্কা মেরে বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায় ৷ ফলে মৃত্যু হয় ওই কনস্টেবলের ৷

Delhi Police Constable Death in Road Rage Incident
ঘাতক গাড়ি ও নিহত পুলিশ কনস্টেবল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 1:57 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: মর্মান্তিক মৃত্যু কনস্টেবলের ৷ নিয়ম মেনে গাড়ি চালাতে বলায় পালটা পুলিশের বাইককেই নিশানা করল গাড়ির চালক ৷ যার ফলে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের ৷ আউটার দিল্লির নাঙ্গলোই থানা এলাকায় রাগের বশে একটি দ্রুতগামী গাড়ি এক কনস্টেবলের বাইককে পিছন দিক থেকে ধাক্কা মারে ৷ এতেই ক্ষান্ত হয়নি গাড়িটি ৷ সেটি ওই কনস্টেবলের বাইকটিকে 10 মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে ৷ রবিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে আউটার দিল্লিতে ৷

আউটার দিল্লির ডিসিপি জিমি চিরম বলেন, "সন্দীপ নামের এক কনস্টেবল নাঙ্গলোই থানায় পোস্টিং ছিলেন ৷ তাঁর বয়স 30 বছর ৷ তিনি 2018 সালের ব্যাচের ৷ রবিবার ভোররাত প্রায় 2টো 15 মিনিট নাগাদ একটি দুর্ঘটনা ঘটে ৷ আমরা খবর পেয়েছি যে, হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ৷"

কনস্টেবল সন্দীপ কর্তব্যরত ছিলেন ৷ এই প্রসঙ্গে দিল্লির পুলিশ আধিকারিক বলেন, "তিনি রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ বাইকে করে ঘুরছিলেন ৷ এই সময় অন্য একটা গাড়ি তাঁর বাইককে পিছন দিক থেকে ধাক্কা দেয় ৷ বাইকটিকে 10 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ এই অবস্থায় গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এতে সন্দীপের মাথায় গুরুতর আঘাত লাগে ৷ তদন্ত চলছে ৷"

তিনি আরও জানান, ওই কনস্টেবল গাড়ি চালককে নিয়ম মেনে ধীরে গাড়ি চালাতে বলেছিলেন ৷ অভিযোগ, এই পরামর্শে গাড়ির চালক রেগে যায় ৷ সে কনস্টেবলের বাইকটিকে সজোরে ধাক্কা মেরে 10 মিটার টেনে নিয়ে যায় ৷ পুলিশ ওই ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করেছে ৷ তবে অভিযুক্ত পলাতক ৷

ঘটনার সময় সন্দীপ নাঙ্গলোই থানা থেকে রেলওয়ে রোডের দিকে যাচ্ছিলেন ৷ তিনি সাদা পোশাকে ছিলেন ৷ একটি চুরির ঘটনার খবর পেয়ে তদন্তের উদ্দেশ্যে সেখানে রওনা দেন ৷ পথে তিনি একটি গাড়িকে দ্রুত বেগে নিয়ন্ত্রণ ছাড়াই যাচ্ছে ৷ তিনি ড্রাইভারকে ঠিক করে গাড়ি চালাতে বলেন ৷ তখনই ওই গাড়িচালক বাইকটিকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে 10 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details