ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এখনই জামিন নয় কেজরিওয়ালের, ইডির সওয়াল না-শোনা পর্যন্ত স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের - Arvind Kejriwal Bail - ARVIND KEJRIWAL BAIL

Arvind Kejriwal Bail: অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানায় ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য না শোনা পর্যন্ত কেজরিওয়ালের জামিন কার্যকর হবে না, জানিয়েছে উচ্চ আদালত ৷

Arvind Kejriwal Bail
অরবিন্দ কেজরিওয়াল (ছবি সৌজন্য: অরবিন্দ কেজরিওয়ালের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 11:46 AM IST

Updated : Jun 21, 2024, 12:58 PM IST

নয়াদিল্লি, 21 জুন: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেও তাতে সাময়িক স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ শুক্রবার সকালে রাউস অ্যাভিনিউ কোর্টের জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন জানায় ৷ তাই ইডির বক্তব্য না শোনা পর্যন্ত কেজরিওয়ালের জামিন কার্যকর হচ্ছে না ৷

এদিন উচ্চ আদালত জানায়, ইডির আবেদন না শোনা পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের জামিন কার্যকর করা যাবে না ৷ এদিন ইডি অরবিন্দ কেজরিওয়ালের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায় ৷ বিচারপতি সুধীন কুমার জৈন এবং রবীন্দর ডুদেজার বেঞ্চ জানায়, 10-15 মিনিটের মধ্যে তাদের কাছে এই মামলাটি আসবে ৷ তখন বিচারপতিদ্বয় ইডির সওয়াল শুনবেন ৷ ততক্ষণ পর্যন্ত ট্রায়াল কোর্টে রায় কার্যকর হবে না অর্থাৎ এখনই জামিন পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল ৷

ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছেন ৷ তিনি জানান, নিম্ন আদালতে ইডিকে সওয়াল জবাবের সুযোগই দেওয়া হয়নি ৷ বৃহস্পতিবার নিম্ন আদালতে ইডি কেজরিওয়ালের জামিনের বিষয়টি 48 ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল ৷ তবে তা খারিজ করে দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট ৷ এদিন এএসজি বলেন, "আমাকে পুরোপুরি সওয়াল-জবাব করার অনুমতিই দেওয়া হয়নি ৷ লিখিত আবেদন জানানোর জন্য 2-3 দিন প্রয়োজন ছিল ৷ তা দেওয়া হয়নি ৷"

গত 21 মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে ইডি ৷ এই ঘটনার পর আপ নেতা সঞ্জয় সিং বিচার পদ্ধতি নিয়ে মজা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "মেদি সরকারের দমনের রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, ট্রায়াল কোর্টের রায় এখনও আসেনি, এমনকী রায়ের নথিও হাতে পাইনি ৷ এদিকে মোদির ইডি হাইকোর্টে পৌঁছে গেল ৷ কোন রায়কে চ্যালেঞ্জ করতে ? দেশে কী হচ্ছে ?" প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, "মোদিজি আপনি বিচার পদ্ধতি নিয়ে মজা করছেন কেন ? সারা দেশ আপনাকে দেখছে ৷" এদিকে জলের দাবিতে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন দিল্লির জলমন্ত্রী অতিশি ৷

Last Updated : Jun 21, 2024, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details