পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটের প্রচারে অসমাপ্ত টার্মিনালের তড়িঘড়ি উদ্বোধন, মোদিকে কাঠগড়ায় তুলল বিরোধীরা - Delhi airport roof collapse - DELHI AIRPORT ROOF COLLAPSE

Delhi airport roof collapse: ভোটের আগে অসমাপ্ত টার্মিনালের তড়িঘড়ি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ছাদ ধসে পড়ার ঘটনা এভাবেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল বিরোধীরা ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনায় চূর্ণ হয়েছে মোদির গ্যারান্টি ৷ আর মল্লিকার্জুন খাড়গের মতে, ভেঙে পড়া পরিকাঠামোর জন্য দায়ী দুর্নীতি এবং অপরাধমূলক অবহেলা ৷

ETV BHARAT
দিল্লি বিমানবন্দরের ঘটনায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলল বিরোধীরা (ছবি: এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 3:07 PM IST

কলকাতা, 28 জুন: দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এ ছাদ ধসে পড়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল বিরোধীরা ৷ শুক্রবার এই ঘটনায় কেন্দ্রের নিন্দা করে কংগ্রেস ও তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে ভোটব্যাংকের কথা মাথায় রেখে কাজ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি টার্মিনাল ওয়ানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘটনায় তাঁর গ্যারান্টি চূর্ণ-বিচূর্ণ হল বলেও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷

আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একটি অংশ ৷ প্রবল বৃষ্টির জেরে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, মোট ছ'জন এই দুর্ঘটনায় আহত হন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু ৷

তবে এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা ৷ তৃণমূল কংগ্রেস তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে দুর্ঘটনার ছবি পোস্ট করে লিখেছে, "প্রধানমন্ত্রী মোদির 'গ্যারান্টি'-এর একটি ঝলক: তার মিথ্যার নীচে ভেঙে পড়েছে ৷" এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল লিখেছে, "দিল্লি বিমানবন্দরের টি1-এর ছাদ ধসে পড়েছে, ..... যেটি মোদি তাড়াহুড়ো করে মার্চে 'উদ্বোধন' করেছিলেন, তার অসমাপ্ত অবস্থা থাকা সত্ত্বেও, শুধুমাত্র নির্বাচনী অঙ্কের জন্য ৷"

এই ঘটনায় কেন্দ্রকে একহাত নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি লিখেছেন, "মোদি সরকারের বিগত 10 বছরে তাসের ঘরের মতো ভেঙে পড়া পরিকাঠামোর জন্য দুর্নীতি এবং অপরাধমূলক অবহেলা দায়ী ।" এপ্রসঙ্গে একটি তালিকা দিয়েছেন খাড়গে ৷

দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার পাশাপাশি তিনি তুলে ধরেছেন, 'জবলপুর বিমানবন্দরের ছাদে ধস, অযোধ্যার নতুন রাস্তার বেহাল দশা, রাম মন্দির ফুটো, মুম্বই ট্রান্স হারবার লিংক রোডে ফাটল, 2023 এবং 2024 সালে বিহারে 13টি নতুন সেতু ভেঙে পড়া, প্রগতি ময়দান টানেল ডুবে যাওয়া, গুজরাতে মোরবি ব্রিজ ধসের ট্র্যাজেডি'-র কথা ৷ তাঁর মতে, মোদিজি এবং বিজেপির 'বিশ্ব মানের পরিকাঠামো' তৈরির দীর্ঘ দাবিকে নস্যাৎ করে এই তালিকা ৷

খাড়গের কটাক্ষ, "10 মার্চ যখন মোদিজি দিল্লি বিমানবন্দরের টি1 উদ্বোধন করেন, তখন তিনি নিজেকে 'দুসরি মাটি কা ইনসান...' বলেছিলেন । এই সমস্ত মিথ্যা সাহসিকতা এবং বাগাড়ম্বর শুধুমাত্র নির্বাচনের আগে দ্রুত ফিতা কাটা অনুষ্ঠানের জন্য সংরক্ষিত ছিল ! দিল্লি বিমানবন্দর ট্র্যাজেডিতে নিহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা । তাঁরা একটি দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও স্বার্থপর সরকারের কবলে পড়লেন ।"

ABOUT THE AUTHOR

...view details