অযোধ্যা, 24 জানুয়ারি: 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়ছে ভিড় ৷ মঙ্গলবার প্রায় 5 লক্ষ ভক্তের সমাগম ঘটেছিল মন্দিরে ৷ বুধবারও সেই ছবিতে বদল ঘটেনি ৷ এ দিন সকাল থেকে রামলালাকে দর্শন করতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন হাজারও ভক্ত ৷ আজ রাত পর্যন্ত 5 লক্ষের বেশি পর্যটক হবে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ ৷
মঙ্গলবার ভিড়ের ঠেলায় রামনগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল ৷ তাই আজ আরও বেশি তৎপর পুলিশ প্রশাসন । পুলিশ ও প্রশাসনের অনেক উচ্চপদস্থ আধিকরিকরা ভিড় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে রয়েছেন । গতকালের ঘটনার আজ যাতে পুনরাবৃত্তি না হয়, এর জন্য দর্শনার্থীরা সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ৷ আজ সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত রামলালাকে চোখের দেখা দেখতে পাবেন দর্শনার্থীরা । মাঝে ভগবানকে খাবার ও আরতি দেওয়ার জন্য দুপুর 12টায় 15 মিনিটের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে ।
বুধবারও রামলালার দর্শন নিয়ে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ । মঙ্গলা আরতির পর থেকে চলতে থাকে দর্শন । মুখ্যমন্ত্রীর নির্দেশে দল গঠন করে ভক্তদের দর্শনের জন্য পাঠানো হচ্ছে । ভিড় নিয়ন্ত্রণে গতকাল রাতে মজবুত স্টিলের রেলিংও বসানো হয় । প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় প্রসাদ, ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার এবং স্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । রামপথ থেকে জন্মভূমি পথ পর্যন্ত চারটি পৃথক লাইন নির্মাণ করা হয়েছে ।