নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি:এবার বাংলা ভাষায় দেওয়া যাবে সিআইএসএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ৷ দেশে এই প্রথমবার 13টি আঞ্চলিক ভাষায় হতে চলেছে এই পরীক্ষা ৷ কনস্টেবল (জিডি) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) আধিকারিকদের নিয়োগ করা হবে ৷ যাঁরা হিন্দি বা ইংরেজিতে পারদর্শী নন, তাঁদের জন্য এই পরীক্ষাকে সহজ করে তোলা হয়েছে । এবার প্রার্থীরা হিন্দি বা ইংরেজি ছাড়াও 13টি অন্যান্য আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন ৷
কেন্দ্রের কনস্টেবল (জিডি) পরীক্ষাটি 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অনুষ্ঠিত হবে ৷ দেশব্যাপী 128টি কেন্দ্রে প্রায় 48 লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই বিবৃতিতে বলা হয়েছে, "সিএপিএফে নিয়োগের জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও 13টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জিডি) পরীক্ষা নেওয়া হবে ।"
স্বরাষ্ট্রমন্ত্রক আরও বলেছে, "এই পরীক্ষায় বিভিন্ন রাজ্যে যুবকদের অংশগ্রহণ বাড়ানো এবং পরীক্ষা প্রক্রিয়াটিকে আরও সহজতর করতে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরীক্ষা গ্রহণকারী 13টি আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে অসমীয়া, বাংলা, গুজরাতি, মারাঠি, মালায়লাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ।"
মন্ত্রক জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা অনুষ্ঠিত হয় কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ৷ সারা দেশ থেকে লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই পরীক্ষায় অংশ নেন । এই সিদ্ধান্তটি দেশব্যাপী লক্ষ লক্ষ তরুণদের তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে সক্ষম করবে এবং নিজের মাতৃভাষা হওয়ার ফলে তাঁরা আরও বেশি আগ্রহী হবে পরীক্ষায় অংশ নিতে ৷
আরও পড়ুন:
- বালিকা বিদ্যালয়ে সিট পড়েছে, কনস্টেবলের পরীক্ষায় বসতে দেওয়া হল না যুবককে
- আধাসেনার কনস্টেবল নিয়োগের পরীক্ষা বাতিলের দাবিতে হওয়া জনস্বার্থ মামলা খারিজ
- রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ, স্যাটের নির্দেশ খারিজ হাইকোর্টের