পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Updated : 5 hours ago

ETV Bharat / bharat

স্কুলে দাদাদের হাতে খুন নবম শ্রেণির ছাত্র - Minor Scuffle Turns Fatal

Class 9 Student killed by Seniors in School: স্কুলের প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর মধ্যে বচসা হয় নবম ও দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে ৷ ধস্তাধস্তিতে মাটিতে লুটিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রটি ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Class 9 Student killed
সিনিয়রদের হাতে খুন নবম শ্রেণির ছাত্র (প্রতীকী ছবি)

সিপাঝার (অসম), 23 সেপ্টেম্বর: স্কুলেই নবম শ্রেণির ছাত্রকে পিটিয়ে খুন করল সহপাঠীরা ৷ সোমবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল স্কুুলের বাকি ছাত্ররা ৷ দারাং জেলার একটি স্কুলে নবম শ্রেণির এক ছাত্রকে উঁচু ক্লাসের কয়েকজন পড়ুয়া খুন করেছে বলে অভিযোগ ৷

ঘটনাটি ঘটেছে অসমের দারাং জেলার সিপাঝারের পদুম পুখুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর ভবেশ ডেকা এবং অভিযুক্ত অভিজিৎ বড়ুয়ার মধ্যে প্রথমে বচসা হয় ৷ পরে ধস্তাধস্তি শুরু হয় তাদের মধ্যে। দশম শ্রেণির ছাত্র অভিজিৎ বারবার ভবেশকে মারতে থাকে বলে অভিযোগ। পরে সেখানেই লুটিয়ে পড়ে ভবেশ ৷ স্কুলের অধ্যক্ষ প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্স ডেকে ওই ছাত্রকে হাসপাতালে পাঠালেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সিপাঝারের এক পুলিশ আধিকারিক বলেন, “যে স্কুলে ঘটনা ঘটেছে, সেই স্কুল কর্তৃপক্ষের তরফে আমাদের জানানো হয়েছে ৷ কয়েকজন সিনিয়রের হাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আমরা স্কুলে এসে তদন্ত শুরু করেছি ৷ ঘটনায় চার পড়ুয়ার পাশাপাশি স্কুলের সাত শিক্ষককে আটক করা হয়েছে ৷” ভবেশের বাবা হেমচন্দ্র ডেকা জানান, ছেলে স্কুলে কিছু সমস্যার কথা তাঁকে আগেই জানিয়েছিল। তাঁর কথায়, “ছেলে আমাকে বলেছিল, কয়েকজন সিনিয়র ওকে নিয়মিত হুমকি দিচ্ছে ৷ আমি ওকে নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম ৷ তবে ও বলেছিল, এর কোনও প্রয়োজন নেই ৷”

ভবেশের বাবা বলেন, “আজ সকালে রোজকার মতোই ও স্কুলে গিয়েছিল ৷ পরে স্কুল থেকে আমাদের জানানো হয়, ভবেশের কিছু হয়েছে। স্কুলে পৌঁছে ওর দেহ দেখতে পাই। আমি সব হারিয়েছি ৷” প্রচণ্ড গরমের জেরে অসমের বেশিরভাগ জেলায় স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবে বিদ্যালয়ের সময় সকাল 9.15টা থেকে শুরু হলেও সোমবার থেকে সকাল সাড়ে 7টায় স্কুলের ক্লাস শুরু হয়েছে।

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details