নয়াদিল্লি, 9 এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখেই নিরাপত্তা বাড়ল মুখ্য নির্বাচন কমিশনারের ৷ এখন থেকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ আন্তর্জাতিক হুমকির জেরেই রাজীব কুমারের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে গোটা দেশেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে 'জেড' ক্যাটাগরির আন্তর্গত কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ)-র নিরাপত্তা দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক হুমকির কারণে রাজীব কুমারের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও তারা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টেলিজেন্স ব্যুরোর সাম্প্রতিক হুমকি মূল্যায়নের পরে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সিআরপিএফ কমান্ডোরা শীঘ্রই রাজীব কুমারের নিরাপত্তার দায়িত্ব নেবে বলেও জানা গিয়েছে।
একই সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে মুখ্য নির্বাচন কমিশনারের যাওয়া-আসা এমনকী 24 ঘন্টা দিল্লিতে এবং তাঁর অফিসে থাকার সময়ও তাঁকে এই বর্ধিত নিরাপত্তা কভার প্রদান করা হবে। জানা গিয়েছে, 36 জনেরও বেশি সশস্ত্র সিআরপিএফ কমান্ডো রাজীব কুমারের নিরাপত্তা দেবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধায়ক হিসাবে, রাজীব কুমার অসংখ্য চ্যালেঞ্জ এবং প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন কারণ সাধারণ নির্বাচন 19 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব কুমারের 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা কভার দেশজুড়ে প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এমন সময়ে তাঁর সফরের কথা বিবেচনা করে যখন আদর্শ আচরণবিধি রয়েছে এবং তিনি প্রয়োজন অনুযায়ী সারা দেশে ভ্রমণ করতে পারেন বলেও জানা গিয়েছে।
নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাজীব কুমারের অক্লান্ত প্রচেষ্টা তাঁকে সমান পরিমাপে প্রশংসা এবং ঈর্ষা উভয়ই অর্জন করেছিল। তাঁর ভূমিকার জটিলতার মধ্যে, কুমারের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। তার অবস্থানের সাথে জড়িত অন্তর্নিহিত ঝুঁকিগুলিকে স্বীকৃতি দিয়ে, এমএইচএ সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়।