রায়পুর (ছত্তিশগড়), 30 ডিসেম্বর:রবিবার ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন। পঁয়তাল্লিশ বছর বয়সী ওই সিএএফ আধিকারিককে তার ব্যারাকের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত সিএএফ আধিকারিক মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ৷
সিএএফ আধিকারিকের চরম পদক্ষেপ: পুলিশ জানিয়েছে, রবিবার নাভা রায়পুরে ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (সিএএফ) একজন 45 বছর বয়সী আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাকি থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তের পর রাকি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিএএফ-এর 14 তম ব্যাটালিয়নের অনিল সিং গহরওয়ার রাকি থানা এলাকার অধীনে পুলিশ সদর দফতরে তাঁর ব্যারাকে রাত 8 টা নাগাদ সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন ।