নয়াদিল্লি, 23 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণির জন্য 'নো-ডিটেনশন পলিসি' বাতিল করতে চলেছে ৷ ফলে ফের স্কুলের এই দুটি ক্লাসের বার্ষিক পরীক্ষায় পাশ-ফেল প্রথা চালু হতে চলেছে ৷ তবে এক্ষেত্রে একবার কেউ পরীক্ষায় পাশ করতে না পারলে তাকে আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাতে পাশ করলেই সংশ্লিষ্ট পড়ুয়া পরের ক্লাসে চলে যেতে পারবে।
2019 সালে শিক্ষার অধিকার আইন (RTE) সংশোধনের পরে, অন্তত 16টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে দুটি শ্রেণীর জন্য 'নো-ডিটেনশন নীতি' বাতিল করেছে। এবার গোটা দেশেই কেন্দ্রীয় সরকারের স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু হচ্ছে।
কেন্দ্রীয় সরকার তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষা পর যদি কোনও ছাত্র পদোন্নতির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে দু'মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সেই পরীক্ষায় পাশ করলেই তার আর বছর নষ্ট হবে না। কিন্তু পড়ুয়া যদিও আবারও পাশ করতে না পারে তাহলে তাকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই রেখে দেবে স্কুল। পরের বছর পরীক্ষায় বসতে হবে।