নয়াদিল্লি, 20 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারি অফিস, শেয়ার বাজারের পর এবার এআইএমএস-সহ দিল্লির চারটি সরকারি হাসপাতালেও অর্ধ দিবস ছুটির ঘোষণা হল। রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুর আড়াইটে পর্যন্ত এআইএমএস, সফদরজং-সহ চারটি হাসাপাতাল বন্ধ থাকছে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘোষণা নিয়ে বিভিন্ন মহলে তরজা শুরু হয়েছে।
ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করে বিষয়টি জানিয়েছে এইমস কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, "হাসপাতালের সমস্ত কর্মী থেকে শুরু করে বিভাগীয় প্রধানদের জানানো হচ্ছে, 22 জানুয়ারি দুপুর 2.30 মিনিট পর্যন্ত হাসপাতাল বন্ধ থাকবে। শুধু দিল্লি নয়, এইমসের সমস্ত শাখাও দুপুর পর্যন্ত বন্ধ থাকবে।" তবে তার জন্য জরুরি পরিষেবা যে বন্ধ থাকবে না তাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ওই দিন সকালে যে সমস্ত কাজ আগে থেকে ঠিক ছিল সেগুলি বাতিল করা হয়েছে। সেগুলি অন্য কোনও দিন করা হবে। বিভিন্ন চিকিৎসকের কাছে যাঁদের আসার কথা ছিল তাঁদের অন্য কোনও দিন আসতে বলে দেওয়া হয়েছে। তাছাড়া যদি কোনও রোগী গুরুতর সমস্যা নিয়ে আসেন তাহলে তাঁর চিকিৎসার ব্যবস্থা হবে। চিকিৎসক থেকে শুরু করে কর্মী কম থাকা বা অন্য কোনও কারণে যাতে জরুরুি পরিষেবা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে নিয়ম মেনে আউটডোরও চালু থাকবে বলে জানা গিয়েছে।
এদিকে, সফদরজং হাসপাতালের ক্ষেত্রে বিষয়টা কিছুটা হলেও অন্যরকম। সেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আউটডোর খোলা থাকবে। তাছাড়া বিভিন্ন শারীরিক পরীক্ষা করানোর জন্য যাঁরা আগে থেকে সময় নিয়েছেন তাঁদের সকাল সাড়ে 11টার মধ্যে আসতে বলা হয়েছে। এখানেও অন্য পরিষেবা দুপুরের পরই শুরু হবে। দিল্লির আরও একটি বড় সরকারি হাসপাতাল হল রাম মনোহর লোহিয়া হাসপাতাল। সেখানেও দুপুর পর্যন্ত বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে তার জেরে যে জরুরি পরিষেবা ব্যাহত হবে না সে কথাও বলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
- 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদি