পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনমোহন-শোকের মধ্যেই ভিয়েতনামে নতুন বছর কাটাতে গিয়েছেন রাহুল, অভিযোগ বিজেপির - MANMOHAN SINGH DEMISE

প্রয়াত নেতার মৃ্ত্যুর পর থেকেই শাসক-বিরোধী শিবিরের মধ্যে তরজা শুরু হয়েছে। শেষকৃত্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে যথাযোগ্য সম্মান জানানো হয়নি বলে অভিযোগ করে কংগ্রেস। এবার আক্রমণে বিজেপি।

MANMOHAN SINGH DEMISE
ভিয়েতনামে নতুন বছর কাটাতে গেছেন রাহুল (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 4:37 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর রাহুল গান্ধির সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ৷ একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা আচরণ নিয়েও ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, যখন গোটা দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছে, তখন নতুন বছর উদযাপন করতে ভিয়েতনাম গিয়েছেন রাহুল !

বিজেপি নেতা অমিত মালব্য রাহুলকে নিশানা করে জানিয়েছেন, রাজনীতির জন্য মনমোহন সিংয়ের মৃত্যুকে কাজে লাগানো হয়েছে। অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে, তখন রাহুল গান্ধি ভিয়েতনামে নতুন বছরে উদযাপন করতে গিয়েছেন। রাহুল গান্ধি মনমোহন সিংয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি করেছেন ৷ তাঁর প্রতি অবজ্ঞাও প্রকাশ করেছেন ৷ রাহুল গান্ধি এবং কংগ্রেস আদতে শিখদের ঘৃণা করে। ভুলে যাবেন না, ইন্দিরা গান্ধি দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন ৷”

এর আগে রবিবার মনমোহন সিংয়ের পরিবার যমুনায় তাঁর অস্থি বিসর্জন করে। সে সময় কংগ্রেসের কোনও বড় নেতা বা গান্ধি পরিবারের কেউ হাজির ছিলেন না বলে বিজেপির দাবি ৷ আর ঠিক এই কারণে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের নেতা সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের বিরুদ্ধে মনমোহন সিংকে অসম্মান করার অভিযোগ করেছেন। অন্যদিকে, দলের আরও এক নেতা সিআর কেশভানও কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, মৃত্যুর পর মনমোহনের মতো আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে অসম্মান করেছিল কংগ্রেস।

রবিবার থেকে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি। পাল্টা আক্রমণে পথে হেঁটেছে কংগ্রেসও। এক্স হ্যান্ডেল কংগ্রেসের তরফে দাবি করা হয় “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরকার যথাযথ সম্মান দেয়নি। যাঁরা মনমোহন সিংকে অপমান করেছিলেন তাঁরাই তার অস্থি বিসর্জন নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। পরিবারকে সম্মান করেই কংগ্রেস নেতারা মনমোহন সিং জি-র অস্থি বিসর্জনের সময় হাজির ছিলেন না। তার বদলে সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি তাঁর বাসভবনে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন।"

প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার। সেদিন থেকেই শুরু হয়েছে তরজা। রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতা দাবি করেন ষেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়েছে তা তাঁর পক্ষে অসম্মানজনক। স্বভাবতই পাল্টা আক্রমণের রণকৌশল নিয়েছে বিজেপি। প্রয়াত নেতার অস্থি বিসর্জনকে হাতিয়ার করে তোপ দাগতে শুরু করে বিজেপি। এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতাকে নিশানা করল বিজেপি।

পচন ধরেছে কংগ্রেসে ! আরও চাপ বাড়ালেন প্রণব-কন্যা; কটাক্ষ রাহুলকেও

ABOUT THE AUTHOR

...view details