নয়াদিল্লি, 30 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর রাহুল গান্ধির সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ৷ একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা আচরণ নিয়েও ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, যখন গোটা দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছে, তখন নতুন বছর উদযাপন করতে ভিয়েতনাম গিয়েছেন রাহুল !
বিজেপি নেতা অমিত মালব্য রাহুলকে নিশানা করে জানিয়েছেন, রাজনীতির জন্য মনমোহন সিংয়ের মৃত্যুকে কাজে লাগানো হয়েছে। অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে, তখন রাহুল গান্ধি ভিয়েতনামে নতুন বছরে উদযাপন করতে গিয়েছেন। রাহুল গান্ধি মনমোহন সিংয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি করেছেন ৷ তাঁর প্রতি অবজ্ঞাও প্রকাশ করেছেন ৷ রাহুল গান্ধি এবং কংগ্রেস আদতে শিখদের ঘৃণা করে। ভুলে যাবেন না, ইন্দিরা গান্ধি দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন ৷”
এর আগে রবিবার মনমোহন সিংয়ের পরিবার যমুনায় তাঁর অস্থি বিসর্জন করে। সে সময় কংগ্রেসের কোনও বড় নেতা বা গান্ধি পরিবারের কেউ হাজির ছিলেন না বলে বিজেপির দাবি ৷ আর ঠিক এই কারণে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের নেতা সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের বিরুদ্ধে মনমোহন সিংকে অসম্মান করার অভিযোগ করেছেন। অন্যদিকে, দলের আরও এক নেতা সিআর কেশভানও কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, মৃত্যুর পর মনমোহনের মতো আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে অসম্মান করেছিল কংগ্রেস।