চণ্ডীগড়, 19 জানুয়ারি: কৃষকদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে রাজি কেন্দ্রীয় সরকার ৷ আগামী 14 ফেব্রুয়ারি চণ্ডীগড়ে এই বৈঠক হবে ৷ এই ঘোষণার পরই আমৃত্যু অনশনে থাকা কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তাঁর চিকিৎসা করাতে শুরু করেছেন ৷ রবিবার তাঁর অনশনের 54তম দিন ৷
চিকিৎসা করালেও প্রবীণ কৃষক নেতা দাল্লেওয়াল তাঁর অনির্দিষ্টকালীন অনশন বন্ধ করবেন না ৷ যতক্ষণ না কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে আইনি নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ তাঁর এই আমৃত্যু অনশন চলবে বলে জানিয়েছেন কৃষক নেতা সুখজিৎ সিং ৷ কৃষক নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে ৷ এতদিন পর কেন্দ্রীয় সরকার এই বৈঠক করতে রাজি হয়েছে ৷ কারণ, জগজিৎ সিং দাল্লেওয়ালের শারীরিক অবস্থা দিনে দিনে সঙ্কটজনক হয়ে উঠছে ৷ তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে ৷