পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দীর্ঘ অপেক্ষা শেষে আজ ভালোবাসার মানুষের সন্ধান পাবেন কারা! - Horoscope in Bangla - HOROSCOPE IN BANGLA

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 6:01 AM IST

মেষ: আজ আপনি গভীর মহাজাগতিক সংযোগ অনুভব করবেন। আপনার উপরে ঈশ্বরের আর্শীবাদ থাকবে । আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের প্রতি আপনার ভালোবাসা আজ আরও গভীর হবে ৷ তাদের জন্য আপনি প্রচুর অর্থ খরচ করবেন। স্বাস্থ্য ভালো থাকায় সবমিলিয়ে আপনি দিনটি উপভোগ করতে পারবেন। যদি কোনও পুরোনো ঋণ থেকে থাকে, তাহলে তা পরিশোধ করার জন্য আজ সঠিক দিন। কোনও বন্ধুকে আর্থিক ভাবে সাহায্য করার জন্য আজ দিনটি ভালো।

বৃষ:দিনের বেশিরভাগ সময়ই উদ্বেগের মধ্যে কাটবে ৷ আপনি আজ বেশি চঞ্চল থকবেন ৷ কর্মক্ষেত্রে, দিনের পরের দিকে সাফল্য পাবেন। ব্যবসায়ীক দক্ষতার ক্ষেত্রে আপনি পথিকৃৎ হয়ে উঠবেন ৷ মানুষজন আপনাকে অবনুসরণ করতে চাইবেন । আপনার প্রয়াস ও বিশাল লাভের মাধ্যমে বৈধতা পাবে। আপনি পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে শিখবেন ৷ আপনি সঙ্গীর সময় ও মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন । আজ আপনি উৎকর্ষতার জন্য ছুটবেন।

মিথুন: আজ আপনি ধর্মীয় পাঠ ও আচার অনুষ্ঠানের দিকে ঝুঁকবেন। আপনি সম্ভবত কোনও ধর্মীয় স্থানে যাবেন ৷ সেখানে কিছুটা সময় কাটাবেন ৷ এর ফলে আপনি মানসিক শান্তি ও স্থিরতা পাবেন। কিন্তু, তাও আপনাকে আপনার দায়িত্বগুলি পালন করতে হবে। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনি পেশাগত কারণে খুবই ব্যস্ত থাকবেন। বিভিন্ন মিটিং ও লেনদেনের জন্য, আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হতে পারে ।

কর্কট: আজ আপনি যে কাজে হাত দেবেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেবেন। হতাশ বা উদ্বিগ্ন বোধ করার কোনও কারণ নেই। আজ না হোক কাল, এর যোগ্য পুরস্কার অবশ্যই পাবেন। আজ একটি মনোরম দিন ৷ কাজেই এর সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। দিনের কোনও একটি সময়ে আপনি চাকরি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। কিন্তু খুব দ্রুতই সেই অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবেন।

সিংহ: আজ সারাদিনই কোনও না কোনও পরিবর্তন হবে ৷ কর্মব্যস্ত সকাল এবং আরও উদ্বেল সন্ধ্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কাজেই, অবসর আজ আপনার কাছে বিলাসিতা। ধৈর্য্য ধরে সবকিছু সামলানো দরকার ৷ আগামিকালের ভালো হতে পারে সেই আশাই আপনাকে চাঙ্গা রাখবে। আপনাকে এটা মেনে নিতে হবে যে, একের থেকে দুই ভালো।

কন্যা:জীবনকে আরও ভালভাবে বোঝার জন্য আকস্মিক মোড় আসা খুবই গুরুত্বপূর্ণ। আজ সারাদিন ধরে উৎকর্ষতার গুঞ্জনধ্বনি শুনতে পাবেন। আজ সবথেকে বেশি প্রাধান্য পাবে আর্থিক বিষয় ৷ আপনার ভালোবাসার মানুষরা অবশ্য সেই অনুযায়ী কাজ করবেন । আজকের দিনটি, স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ ইতিবাচক বা নেতিবাচক কোনওটাই নয়। আজ আপনি কাজ করতে অনুপ্রাণিত হবেন। কর্মক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন আপনার মনোযোগ আকর্ষণ করবে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে ভালো ফল পাবেন।

তুলা:ভালো খবর! আজ আপনি বহির্মুখী মেজাজে থাকবেন। নিকট বন্ধু, আত্মীয়, পরিবার, সবার সঙ্গে সময় কাটাতে চাইবেন। ভালো খবর? আপনার রোম্যান্টিক উতকর্ষতা আজ উচ্চতার শিখরে থাকবে ৷ কেননা কল্পনাশক্তি আজ ডানা পাবে ও সৃজনশীলতা অপ্রতিরোধ্য। সব মিলিয়ে, আপনার জন্য ইতিবাচক ও ফলদায়ক দিন আজ। বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করলো ভালো রিটার্ন পাওয়া যাবে ৷

বৃশ্চিক: আজ দু’টি জিনিস আপনার পরিচয় দেবে, বাকপটুতা এবং কমনীয়তা। মধুর বাক্য ও প্রশংসা হয়তো আপনাকে অনেকটা রাস্তা চলতে সাহায্য করবে ৷ সেই কারণে আত্মতুষ্টিতে ভুগবেন না ৷ কখনও কখনও অন্য লোকে যা শুনতে চায় তা বলার থেকে, সঠিক কথা বললে অনেক বেশি উপকার হয়। পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে আজ আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন। আপনার প্রিয়জনদের পাশে থাকতে আপনি খুবই পছন্দ করেন।

ধনু: কথায় বিজ্ঞ এবং কাজে নায়ক ৷ এক কথায় আজ দিনটি আপনার ৷ কর্মক্ষেত্রে ভালো খবর প্রত্যাশা করুন ৷ হিসাবরক্ষক ও ফ্র্যাঞ্চাইজিদের আজ অনেক কাজ করতে হবে। আজ আপনি কাজ করার নতুন উপায় খুঁজে পাবেন। এর ফলে আপনার সময় ও শক্তি দুইই বাঁচবে। স্বাস্থ্যের দিক থেকে সব মিলিয়ে আজ একটি ভালো দিন। আজকে আপনি বেশ উৎপাদনশীল ।

মকর:আপনার সব পরিশ্রম এবং পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আপনি খুবই হতাশ বোধ করবেন। অন্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হবে ৷ কখনও কখনও এই মতানৈক্যগুলি উত্তপ্ত বিতর্কে পরিণত হতে পারে। আপনাকে প্রিয়তমের সঙ্গে মৃদুভাষী হতে হবে ৷ কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা করতে হতে পারে। আজ আবেগজনিত জটিলতা সামলানো আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আজ দিনটি প্রবল উদ্যম এবং ব্যস্ত সময়সূচিতে ভরা থাকবে।

কুম্ভ:আজ আপনার হাতে অনেক কাজ থাকবে ৷ এই বিশৃংখলা কী করে সামলাবেন তা আপনি বুঝতেই পারবেন না। আপনার দুটি সেরা গুণ, ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা, আপনাকে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনি সফলভাবে কাজ শেষ করতে পারবেন ৷ সন্ধ্যাবেলা আনন্দ উৎসব করার জন্য প্রস্তুত হবেন। আপনি নতুন কিছুতে ডুবে যেতে সক্ষম হবেন। ইতিবাচক চিন্তাভাবনার কারণে আজ আপনি অনেক ভালো বোধ করবেন।

মীন: আজকের সম্ভবত মিশ্র ভাগ্য হবে। কর্মব্যস্ত সকাল ও ইতিবাচকভাবে উদ্বেল সন্ধ্যা আপনাকে বিভ্রান্ত করে তুলবে ৷ আবার অন্যদিকে প্রিয়তমের সঙ্গে সান্ধ্যভোজ আপনাকে আনন্দ দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। মানসিক চাপ বেড়ে যেতে পারে। মন খুলে কথা বললে অবশ্যই সমস্যার সমাধান হবে। নিজেকে বুঝুন ও সামনে ভালো দিন আসতে চলেছে, সেই আশায় থাকুন ৷

ABOUT THE AUTHOR

...view details