হিসার (হরিয়ানা), 30 ডিসেম্বর: চুরির অভিযুক্তকে ধরতে গিয়ে হরিয়ানায় আক্রান্ত পশ্চিমবঙ্গ পুলিশ ৷ পুলিশের উপর স্থানীয়রা চড়াও হয় বলে অভিযোগ ৷ প্রায় 20 মিনিট ধরে এলাকাবাসীর সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ সেই সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই অভিযুক্ত ৷ হরিয়ানা পুলিশের এক আধিকারিক এই ঘটনায় আহত হয়েছেন । বর্তমানে পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ ।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারের মহাবীর কলোনিতে । পশ্চিমবঙ্গ পুলিশ রবিবার বিকেলে এখানে অভিযান চালাতে এসেছিল । বাংলা থেকে পুলিশের পাঁচজনের একটি দল আসে । এই দলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর কিশোরকুমার দাস । তিনি হরিয়ানায় এসে প্রথমে স্থানীয় এইচটিএম থানায় যোগাযোগ করেন । এরপরে 12 কোয়ার্টার ফাঁড়ির ইনচার্জ এএসআই বিনোদ কুমার ও তাঁর দলকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছয় ।