নয়াদিল্লি, 9 জুন: রবিবার সন্ধ্য়ায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ আর শপথে থাকার জন্য ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ রবিবার সকালে ভারতরত্ন লালকৃষ্ণ আদবানির সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করলেন শেখ হাসিনা ৷ বেশ কিছুক্ষণ দু'জনের মধ্যে কথা হয় ৷ অন্যদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ এবং ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার দিল্লি পৌঁছেছেন ৷ গত বছরের 17 নভেম্বর দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মুইজ্জুর এটাই প্রথম ভারত সফর।
এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ আর সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছেন ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের সাতটি দেশের রাষ্ট্রনেতারা ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল 'এক্স'-হ্যান্ডলে বলেছেন, "মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন।" একই সঙ্গে তিনি জানিয়েছেন, "ভারত এবং মলদ্বীপ সামুদ্রিক অংশীদার এবং ঘনিষ্ঠ প্রতিবেশী ৷" শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনা ও সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। জয়সওয়াল এও জানিয়েছেন, এই সফর ভারত ও ভূটানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ বন্ধনকে আরও শক্তিশালী করবে।