কানপুর (উত্তরপ্রদেশ), 9 সেপ্টেম্বর: শিবরাজপুর এলাকায় রেললাইনের উপর একটি এলপিজি সিলিন্ডার রেখে প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে আসা কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে ৷ সোমবার পুলিশ এ কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে একটি চিৎকার থামানোর আগে ট্রেনটি সিলিন্ডারে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় সিলিন্ডারটি লাইন থেকে দূরে ছিটকে পড়ে।
পুলিশ জানিয়েছে, রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল । রবিবার সকাল 8টা 20 মিনিট নাগাদ ঘটনার খবর পাওয়ার পর পরই, রেলের উর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টির তদন্ত শুরু করেন । ঘটনার তদন্ত করতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছিল ৷ এর পাশাপাশি, রেলওয়ে প্রোটেকশন ফোর্সও (RPF) বিষয়টি তদন্ত করছে বলে জানা গিয়েছে ।
অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) হরিশ চন্দ্র বলেন, "লোকো পাইলট দেখেন যে, একটি এলপিজি সিলিন্ডার রেল লাইনের উপর রাখা হয়েছে ৷ দেখা মাত্রই জরুরি ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করেন তিনি । তবে, ব্রেক ধরার আগেই ট্রেনটি সিলিন্ডারে ধাক্কা মারে ৷ ফলে গ্যাস সিলিন্ডারটি লাইন থেকে দূরে গিয়ে ছিটকে পড়ে ।"
অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) জানান, এর পরই কালিন্দী এক্সপ্রেসের লোকো পাইলট গোটা ঘটনাটি গার্ড ও গেটম্যানকে জানান। এই ঘটনার জেরে ট্রেনটি প্রায় 20 মিনিটের জন্য ঘটনাস্থলে দাঁড়িয়েছিল ৷ তদন্তের জন্য কালিন্দী এক্সপ্রেসকে এর পরেও একবার বিলহউর স্টেশনে থামানো হয়েছিল। এলপিজি সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল ও দেশলাইবাক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে ৷