খুলে গেল টিউলিপ গার্ডেনের দরজা শ্রীনগর, 23 মার্চ: ‘ইয়ে হাসিন ওয়াদিয়া, ইয়ে খুলা আসমা...’ ভোট এবং আবহাওয়ায় ক্রমশ যখন উত্তাপ বাড়ছে দেশের, তার মধ্যেই খুলে গেল দেশের বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ ডাল লেক ও জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ আগে সিরাজ বাগ নামে পরিচিত ছিল বাগানটি ৷
ফ্লোরিকালচার বিভাগের কমিশনার সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদ বলেন, ‘‘শনিবার বাগান জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ আমরা পর্যায়ক্রমে টিউলিপ বাল্বগুলি (চারাগুলি) রোপণ করি, যাতে ফুলগুলি এক মাস বা তারও বেশি সময় ধরে বাগানে থাকে । বাগানে যখন পুরোপুরিভাবে ফুলগুলি ফুলে উঠবে, তখন টিউলিপের রামধনুতে ভরে যাবে বাগান ৷’’
বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছর 68টির সঙ্গে আরও পাঁচটি নতুন জাতের টিউলিপ যুক্ত করা হয়েছে। আরও দু’লাখ বাল্ব যুক্ত করে টিউলিপ বাগানের আয়তনও বাড়ানো হয়েছে । 55 হেক্টর জুড়ে বিস্তৃত বাগানে রেকর্ড 17 লাখ টিউলিপ বাল্ব (চারা) লাগানো হয়েছে । পাশাপাশি অন্যান্য বসন্তকালীন ফুল যেমন হায়াসিন্থস, ড্যাফোডিল, মুসকারি এবং সাইক্ল্যামেনের চারাও লাগানো হয়েছে ৷
2007 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বাগানটির উন্মোচন করেছিলেন ৷ নেদারল্যান্ডস থেকে আমদানি করা 50 হাজার টিউলিপ বাল্ব দিয়ে ছোট পরিসরে বাগানটি শুরু হয়েছিল । তারপর থেকে ক্রমশ জনপ্রিয় হয়েছে বাগানটি ৷ গত বছর দেশি ও বিদেশি মিলিয়ে 3.65 লক্ষেরও বেশি দর্শক বাগানটি পরিদর্শন করেছিলেন ৷
ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ ইতিমধ্যেই ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷
ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দে ৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।
আরও পড়ুন:
- 17 লক্ষ ফুলের সমাহার, ভূস্বর্গে পর্যটক টানতে প্রস্তুত মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগিচা
- ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলল ভূস্বর্গের টিউলিপ গার্ডেন
- ভূস্বর্গের শোভাকে চেটেপুটে উপভোগ করতে ভিড় জমছে টিউলিপ বাগানে