ডোডা (জম্মু ও কাশ্মীর), 16 জুলাই: মঙ্গলবার ভোরে ডোডা জেলার দেশা জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় ৷ যার জেরে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই জম্মু এবং কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয় ৷ তাতে এক অফিসার-সহ 5 ভারতীয় সেনা জওয়ান গুরুতর আহত হন ৷ হাসপাতালে মৃত্যু হয় চারজনের ৷
সূত্রের খবর, সোমবার সন্ধেয় ডোডা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের উরারবাগীতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযান শুরু হয় । এনকাউন্টার শুরু হলে সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করে ৷ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের তাড়া করেন সেনার একটি দল ৷ রাত 9টা নাগাদ ফের এনকাউন্টার শুরু হয় ৷ গুরুতর আহত হন এক গ্রুপ ক্যাপ্টেন-সহ চার সেনা জওয়ান ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয় ৷ আরেক সেনা জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক ৷