গাজীপুর (উত্তরপ্রদেশ), 8 অগস্ট: মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও গ্রামবাসীরা চোখের জলে তাঁকে বিদায় জানায় ।
জানা গিয়েছে, শহিদ আকবর খানের বয়স 28 বছর ৷ 2014 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বোম্বে রেজিমেন্টে নিয়োগ হয় তাঁর । বর্তমানে তিনি লেহ সামরিক মহড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার একটি সামরিক মহড়া চলাকালীন আকবর খান দুর্ঘটনার কবলে পড়েন ৷ যার কারণে তাঁর মৃত্যু হয় ।