নয়াদিল্লি, 23 জুলাই: 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য দরাজহস্তে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নায়ডু ৷ তাঁর কথায়, অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ে তুলতে এই বাজেট বরাদ্দ সহায়ক হয়ে উঠবে ৷
মঙ্গলবার লোকসভায় চলতি অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীকে গড়ে তুলতে 15 হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন ৷ এছাড়াও অন্ধ্রের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে বাজেটে ৷ তার পরই বিবৃতি দিয়েছেন চন্দ্রবাবু নায়ডু ৷
সেখানে তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই ৷ কেন্দ্রীয় বাজেটে আমাদের রাজ্যের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য ও একটি রাজধানী পোলাভারম ও শিল্প এবং পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে দিকে নজর দেওয়ায় অভিনন্দন জানাই ৷ এই সাহায্যের ফলে অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ে তোলা সহজ হবে ৷ এই প্রগতিশীল ও আত্মবিশ্বাস বৃদ্ধিকারী বাজেট উপস্থাপনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই ৷’’
টিডিপি সাংসদ তথা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডুর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন ৷ বাজেট নিয়ে তিনি বলেন, "সরকার দেশের সাধারণ মানুষকে শক্তি দেওয়ার কাজ করেছে । চাকরি সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি ক্ষেত্র ও এফডিআইতে চাপ দেওয়া হয়েছে । আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই যিনি অন্ধ্রের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । গত 5 বছরে অন্ধ্রপ্রদেশ একটি নো-ক্যাপিটাল রাজ্যে পরিণত হয়েছে ৷ 15 হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার জন্য এবং অন্ধ্রপ্রদেশের লাইফলাইন পোলাভারমকে সম্পূর্ণ করার জন্য রাজ্যের মানুষ ও কৃষকরা ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে ৷’’