পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘুষ কাণ্ডের জের! 2 লক্ষ কোটিরও বেশি খোয়ালেন আদানি

ভারতীয় মুদ্রায় 2 হাজার 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৷ এই খবরের পর শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখোমুখি আদানিরা ৷

Adani Group Losses Stock
আদানি গোষ্ঠীর শেয়ারে ক্ষতি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

নয়াদিল্লি, 21 নভেম্বর:এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি আদানি গোষ্ঠীর ৷ বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি-সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় নিউইয়র্কের একটি আদালতে ৷ এরপরই হু হু করে নামতে থাকে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম ৷ আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির সব মিলিয়ে 2.45 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে ৷

এদিন সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম কমেছে 22.99 শতাংশ। আদানি পোর্টের কমেছে 20 শতাংশ। আদানি এনার্জি সলিউশনসের শেয়ারের দাম 20 শতাংশ নীচে নেমেছে। আদানি গ্রিন এনার্জি 19.53 শতাংশ এবং আদানি টোটাল গ্যাস লিমিটেড 18.14 শতাংশ হ্রাস পেয়েছে ৷

এছাড়া আদানি পাওয়ারের শেয়ার 17.79 শতাংশ কমেছে। অম্বুজা সিমেন্টস কমেছে 17.59 শতাংশ। এসিসি 14.54 শতাংশ। এমনকী আদানির সংবাদসংস্থা এনডিটিভি 14.37 শতাংশ এবং আদানি উইলমার-এর শেয়ার 10 শতাংশ কমেছে ৷ সাতসকালে 10টি তালিকাভুক্ত কোম্পানির 2 কোটি 45 লক্ষ 016.51 টাকা মূল্যের এমক্যাপ হারিয়েছে ৷

আমেরিকার কয়েকজন আইনজীবী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 250 মিলিয়ন ডলার অর্থ ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সৌরবিদ্যুতের একটি প্রকল্পের বরাত পেতে 2020 ও 2024 সালের মধ্যে ভারতের এই শিল্পগোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের এই বিশাল পরিমাণ অর্থ ঘুষ দিয়েছে ৷ অথচ এই বিষয়ে বিনিয়োগকারীদের কিছু জানায়নি ৷ এই প্রজেক্টে 2 বিলিয়ন মার্কিন ডলার (200 কোটি ডলার) লাভের সম্ভাবনা রয়েছে ৷ ঘুষ দেওয়া এবং তা আমেরিকার ব্যাঙ্ক ও বিনিয়োগকারীদের থেকে লুকিয়ে রেখেছিল আদানি গোষ্ঠী ৷ অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে শিল্পপতি আদানি-সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে

ABOUT THE AUTHOR

...view details