পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সলমনকে খুুনের হুমকি, কর্ণাটকে গ্রেফতার অভিযুক্ত - SALMAN KHAN

মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি হুমকি-মেসেজ এসেছিল । দাবি করা হয়েছিল, 5 কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে ।

Salman Khan
সলমন খান ও ভিখারাম বিষ্ণোই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 10:57 PM IST

Updated : Nov 6, 2024, 11:07 PM IST

মুম্বই ও হাভেরি (কর্ণাটক), 6 নভেম্বর: টাকা না পেলে সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ । এবার কর্ণাটকের হাভেরি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । তাঁর নাম ভিখারাম বিষ্ণোই । জানা গিয়েছে, মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি হুমকি-মেসেজ এসেছিল। সেখানে দাবি করা হয়েছিল, 5 কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে। পুলিশের দাবি এই ফোনটি করেছিলেন অভিযুক্ত ভিখারাম বিষ্ণোই ।

ভিখারাম আদতে রাজস্থানের বাসিন্দা। একটি সূত্রের দাবি, মাস দেড়েক আগে শ্রমিকের কাজ করতে হাভেরি এসেছিলেন। কয়েকজন শ্রমিকের সঙ্গেই থাকতেন । সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায় হুমকি এসেছে কর্ণাটক থেকে । সেখানেই তদন্ত করতে আসে মুম্বই পুলিশ। গ্রেফতারির পর বিষ্ণোইকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে অভিযুক্তকে বাণিজ্য নগরীর ওরলি থানায় নিয়ে যাওয়া হবে । সেখানেই চলবে জিজ্ঞাসাবাদ ।

এদিকে সোমবার রাতে ফের প্রাণনাশের হুমকি পান সলমন খান ৷ এর আগেও কয়েকবার হুমকি এসেছে। মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা আসে ৷ সেখানে 5 কোটি টাকার দাবি করা হয় ৷ সেই টাকা না-দিলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানান, সোমবার মধ্য়রাতে মেসেজের মাধ্য়মে হুমকি দেওয়া হয় ৷

মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয় ৷ বলা হয়, "প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পুজো দিন সলমন খান ৷ সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, না-হলে 5 কোটি টাকা দিন ৷" দু'টির কোনওটি মানা না-হলে সলমনকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ বিষ্ণোই গ্যাং সলমনের উপর নজর রাখছে বলে দাবিও করা হয়েছে ৷ এবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।

Last Updated : Nov 6, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details