পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বাতী মালিওয়ালের বিতর্কের মাঝেই দেশে ফিরলেন রাঘব, বৈঠক কেজরির সঙ্গে - Raghav Chadha Meets Kejriwal - RAGHAV CHADHA MEETS KEJRIWAL

Raghav Chadha Meets Kejriwal: স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ নিয়ে বিতর্কের মাঝেই দেশে ফিরলেন রাঘব টাড্ডা ৷ শনিবার তিনি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন ৷

ETV BHARAT
কেজরিওয়াল ও চাড্ডা (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 11:31 AM IST

নয়াদিল্লি, 19 মে:চোখের অস্ত্রোপচার সেরে দেশে ফিরলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ৷ এমন একটা সময়ে তিনি ফিরলেন, যখন আর আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিয়াওয়ালকে হেনস্থা করা নিয়ে বিতর্ক চলছে ৷ দেশে ফিরেই শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে যান রাঘব ৷

রাঘব চাড্ডা চোখের অস্ত্রোপচার করতে ব্রিটেনে গিয়েছিলেন ৷ দীর্ঘ সময়ের জন্য দেশের থেকে দূরে ছিলেন তিনি । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে, দলের তরফে বলা হয় যে, সুস্থ হয়েই রাঘব দেশে ফিরে আসবেন । গত মাসে দিল্লির একজন মন্ত্রী বলেন যে, চাড্ডার চোখে একটি গুরুতর রোগ হয়েছে যা অন্ধত্বের কারণ হতে পারে ।

রাঘব চাড্ডা এমন একটা সময়ে দেশে ফিরেছেন যখন তাঁর দল একটি বড় বিতর্কের মধ্যে পড়েছে ৷ স্বাতী মালিওয়াল অভিযোগ করেছেন যে, তিনি 13 মে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন ।

এই অভিযোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ বিভবকে শনিবার গ্রেফতার করা হয় ৷ একই সময়ে জাতীয় রাজধানীর একটি আদালত তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি করছিল, যা অবশেষে তাঁর গ্রেফতারির ফলে অপ্রয়োজনীয় হয়ে ওঠে। বিভবকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।

শনিবার কেজরিওয়াল একটি ভিডিয়ো বিবৃতিতে বলেন যে, তিনি এবং অন্যান্য আপ নেতারা রবিবার বিজেপির সদর দফতরে যাবেন, "যাতে প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা জেলে পাঠাতে পারেন" ৷ বিভব কুমারকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই কেজরিওয়াল বলেন, "বিজেপি বলছে তারা আপ সাংসদ রাঘব চাড্ডা এবং দিল্লির মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজকেও জেলে পাঠাবে ৷" দিল্লির মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর দলের নেতাদের জেলে পাঠিয়ে দিলেও তাঁর দলকে চূর্ণ করা যাবে না ।

আরও পড়ুন:

  1. 'কেটেছেঁটে মাত্র 50 সেকেন্ডের ফুটেজ সামনে আনা হয়েছে!', প্রমাণ লোপাটের অভিযোগ স্বাতীর
  2. উচ্চকক্ষ থেকে সাসপেনশনের অবসান, সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ রাঘব চাড্ডা
  3. নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা

ABOUT THE AUTHOR

...view details