সুরাত, 18 মার্চ: শ্লীলতাহানির অভিযোগে সুরাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ৷ যে ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 9 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ শনিবার রাতে সুরাতের একটি শপিং মলে ঘটনাটি ঘটেছে ৷ নিহত ব্যবসায়ীর নাম সাগর নভেটিয়া (40) ৷
এই বিষয়ে সুরাতের ডিসিপি বিজয় সিং গুরজার বলেন, "ঘটনাটি ঘটেছে 16 মার্চ রাতে ৷ ওয়েস্ট ফিল্ড কমপ্লেক্সের দোতলায় ওই এক ব্যক্তি যুবতীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ আসে পুলিশের কাছে ৷ এরই মধ্যে সেখানে উপস্থিত আমন নামে এক যুবক এবং তাঁর বন্ধুরা অভিযুক্ত সাগর নভেটিয়াকে মলের পার্কিংয়ে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মারধর করে ছেড়ে দেয় তাঁরা ৷ পার্কিংয়ের সিসিটিভি'তে সেই ঘটনা ধরা পড়েছে ৷"
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এরপর অনুপম গোয়েল নামে এক ব্যক্তি, যিনি ফ্যাশন ডিজাইনিং ক্লাস চালান, সেই শপিং কমপ্লেক্সে আসেন ৷ ঘটনার খবর পেয়ে তিনি তাঁর সহকর্মীদের ফের অভিযুক্তকে ধরার নির্দেশ দেব ৷ সেই সময় অভিযুক্ত সাগর শপিং মল থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল ৷ কিন্তু, অনুপমের লোকেরা তাঁকে আবার ধরে মলে ফিরিয়ে আনে ৷ তাঁকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয় ও 10 জনেরও বেশি লোকজন মিলে সাগরকে মারধর করে ৷"