পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাহিনীর যৌথ অভিযানে বিজাপুরে ধৃত আটজন মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক - MAOISTS ARRESTED IN CHHATTISGARH

বিজাপুরের বাসাগুড়া ও নেমেড এলাকায় অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ নাশকতার পরিকল্পনা ছিল ধৃত মাওবাদীদের ৷

MAOISTS ARRESTED IN CHHATTISGARH
বাহিনীর যৌথ অভিযানে বিজাপুরে ধৃত 8 মাওবাদী ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

বিজাপুর, 21 ডিসেম্বর: শিলিগুড়িতে শুক্রবার সশস্ত্র সীমাবলের 61তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মাওবাদী দমন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর তারই মধ্যে ছত্তিশগড়ের বস্তারে বিশেষ অভিযানে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ৷ শুক্রবার বিজাপুরের বাসাগুড়া ও নেমেড অঞ্চল থেকে মোট আট জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গবর্না বিষয়টি সুনিশ্চিত করেছেন ৷

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গত 18 ডিসেম্বর জেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর 210 ও 168 নম্বর ব্যাটেলিয়নর জওয়ানরা যৌথ অভিযানে নামে ৷ দু’টি দলে ভাগ হয়ে বাসাগুড়া ও নেমেড এলাকায় এই অভিযান চালায় ৷ ছত্তিশগড়ের জঙ্গলমহল এলাকায় তিনদিনের তল্লাশি অভিযানে ওই আটজন মাওবাদীকে গ্রেফতার করে বাহিনী ৷ জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে কৌটো বোমা-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গিয়েছে ৷

বাসাগুড়ার অভিযানে মোট চার জন মাওবাদীকে গ্রেফতার করা হয় ৷ অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গবর্না জানিয়েছেন, ধৃতেরা হলেন নাগেশ বোদ্দুগুল্লা (31), মাসা হেমলা (35), সান্নু ওয়াম (38) ও লেকাম ছোটু (21) ৷ ধৃতদের কাছ থেকে কুকার বোমা, টিফিন কৌটো বোমা, কার্ডেক্স তার, বৈদ্যুতিক তার, ওষুধ ও মাওবাদ সংক্রান্ত বই উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, এই চার মাওবাদী কোনও নাশকতা ঘটনার জন্য জড়ো হয়েছিলেন ৷ তার আগেই বাহিনীর হাতে ধরা পড়ে যায় ৷

অন্যদিকে, নেমেড অঞ্চলের অভিযানেও 4 জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতেরা হলেন, শঙ্কর পুনেম (25), বদরু আভালাম (38), সান্নু পয়াম (35) ও কমলু হেমলা (34) ৷ নেমেডে ধৃত মাওবাদীদের কাছেও বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গিয়েছে ৷ ধৃতদের আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক ৷ পুলিশ সূত্রে খবর, বস্তার জেলায় মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে যৌথ অভিযান আরও বাড়বে ৷

নরেন্দ্র মোদী সরকারের অধীনে মাওবাদীদের শেষের শুরু হল কি?

ABOUT THE AUTHOR

...view details