বাহরাইচ (উত্তরপ্রদেশ), 6 সেপ্টেম্বর: যতদিন যাচ্ছে বাহরাইচে নেকড়ের হামলা যেন বাড়ছে ৷ প্রতিদিনই সামনে আসছে হামলার ঘটনা ৷ বৃহস্পতিবার রাতে বাহরাইচ শহরের কোতোয়ালি এলাকায় নেকড়ের হামলায় আহত হল এক দশ বছরের বালক ৷ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে নেকড়েটি পালিয়ে যায় ৷ বালকের ঘাড় ও মুখে কামড়ের দাগ পাওয়া গিয়েছে ৷
তার বোনের বক্তব্য, বাড়ির বাইরে যে নেকড়ে এসেছিল তাকে কুকুর ভেবে বকা দিয়েছিল ভাই । এতে নেকড়েটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে । খবর পেয়ে বন দফতরের সঙ্গে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় । আহত বালককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মাহসি তহসিল এলাকায় বহু দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে মানুষখেকো নেকড়ের দল ৷ বন বিভাগ সক্রিয় হওয়ার পর নেকড়েরা এখন শহরের দিকে যেতে শুরু করেছে । দেহাত কোতোয়ালি এলাকার গোলভার মৌজা যাদবপুর গ্রামের বাসিন্দা মকুলাল যাদবের 10 বছরের ছেলে সঙ্গম লাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আসে । সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা নেকড়েটি হামলা চালায় । চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে নেকড়েটি পালিয়ে যায় ।
বালকের মুখে ও গলায় আঘাত লেগেছে । পরিবার তাকে জেলা হাসপাতালে ভর্তি করেছে । আহত বালকের মা জনক দুলারি জানান, ছেলে উঠোনে খাটের ওপর শুয়ে ছিল । মেয়ে রান্না করছিল । সেই সময় নেকড়েটি তাকে আক্রমণ করে । আহত বালকের বড়মা ফুলমতি জানান, তিনি একটি বড় নেকড়ে দেখেছেন । দেখতে ছিল লাল ও কালো মেশানো ।