Tapan Kandu Murder Case : 'সিবিআইয়ের ওপর আস্থা রয়েছে' চার্জশিট জমার পর জানালেন তপন কান্দুর স্ত্রী - তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে প্রায় 90 দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করছে সিবিআই
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে প্রায় 90 দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করছে সিবিআই ৷ স্বামীর খুনের চার্জশিট জমার পর নিহত তপন কান্দুর স্ত্রী বলেন, "সিবিআই এখন আংশিক চার্জশিট জমা দিল ৷ আমার সিবিআইয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে ৷ আসল দোষীরা নিশ্চয় ধরা পড়বে ৷ তবে এখনও পর্যন্ত শুটাররা ধরা পড়েনি ৷ তারা ধরা পড়লে ভাল হত ৷ যে আসামীরা এখনও পর্যন্ত ধরা পড়েছে তারা তো নিজেই বলেছে আমাদের পিছনে বড় বড় মাথা রয়েছে ৷ গ্রেফতার হওয়া আসামীদের সিবিআই জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে বেরিয়ে আসবে ওই বড় মাথার নাম ৷ আমি আগেই বলেছি এই হত্যায় পুলিশরা জড়িত রয়েছে ৷ আমি ওই আইসির কথা বলছি ৷ উনি এখনও ডিউটি করছেন ৷ তাঁকেও গ্রেফতার করা উচিত ৷ শুধু তিনি নন তৃণমূলের নেতারাও এতে জড়িত রয়েছেন ৷ সিবিআইয়ের পাশাপাশি আদালতের উপরও আস্থা রয়েছে ৷ আমরা এর সঠিক বিচার পাব (Wife reaction on cbi files chargesheet in tapan Kandu murder case)৷"